ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জঙ্গী প্রতিরোধে সমাবেশ

প্রকাশিত: ০৪:০৮, ৭ আগস্ট ২০১৬

জঙ্গী প্রতিরোধে সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী প্রতিরোধে শনিবারও গণমিছিল সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে রাজনৈতিক সামাজিক সংগঠন। এতে বক্তারা জঙ্গীবাদ প্রতিরোধের আহ্বান জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নীলফামারী ॥ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টি গণমিছিল ও সমাবেশ করেছে। শনিবার বেলা ১১টায় ডোমার উপজেলার চিলাহাটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে গণমিছিল বের হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। চিলাহাটি আওয়ামী লীগের সভাপতি মুরাদ হোসেন প্রামাণিক সভাপতিত্ব করেন। খুলনা ॥ আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে সাম্প্রদায়িকতা-জঙ্গীবাদ-সন্ত্রাসের প্রতিবাদে শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এসএম শাহ নওয়াজ আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম খুলনা বিভাগীয় সভাপতি এসএম দেলোয়ার হোসেন প্রমুখ। পাবনা ॥ দুটি মানববন্ধন করেছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন ও শহীদ এম মনসুর আলী কলেজ। শনিবার বেলা ১১টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শহীদ এম মনসুর আলী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম সাইদূল হক চুন্নু, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ খান প্রমুখ। নেত্রকোনা ॥ সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদ প্রতিরোধে শনিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু প্রমুখ। জয়পুরহাট ॥ সন্ত্রাসী ও জঙ্গী কর্মকা- প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলার বড়তাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে। শনিবার বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীরা এ কর্মসূচীতে জঙ্গীবাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ার জন্য প্রত্যেকেই সক্রিয় কর্মকা- চালাবেন বলে শপথ নেন। সিলেট ॥ দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে শনিবার সকাল ১০টায় নগরীর রায়নগরে সিলেট ইসলামী একাডেমির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও টিচার্স ইনচার্জ মাওলানা মুহাম্মদ এনামূল হকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ সুনাহর আলী প্রমুখ। বরিশাল ॥ জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে শনিবার সকালে জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়ন ও গৌরনদীর সরিকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের পৃথক আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ ॥ শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলার আত্রাই উপজেলার কবিগুরুর পতিসর কাচারী বাড়ি চত্বরে বঙ্গবন্ধু স্মৃতি নীড় প্রাঙ্গণে আত্রাই থানা পুলিশের উদ্যোগে ‘সন্ত্রাস নয়, শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ এই সেøাগানকে সামনে রেখে ‘জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। যশোর ॥ জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর বিমানবন্দর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান। ঝিনাইদহ ॥ ঝিনাইদহে ২০ কিমি রাস্তাজুড়ে সন্ত্রাস ও জঙ্গীবিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। শনিবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের বিষয়খালী বাজার থেকে কালীগঞ্জের বারোবাজার পর্যন্ত মহাসড়ড়ের দু’ধারে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মুন্সীগঞ্জ ॥ দেশব্যাপী জঙ্গী হামলা, সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছেন ইমামসমাজ। শনিবার সকালে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তারা এ মানববন্ধন করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক মসজিদের ইমাম, ওলামা ও মুসল্লিগণ হাতে হাত রেখে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মাওলানা শাহ্ মোঃ ওয়ালীউল্লাহ নেছারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, বালিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোফাজ্জল হোসেন, বালিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়াম্যান হাজী মোহাম্মদ দুলাল। কুমিল্লা ॥ কুমিল্লার কোটবাড়ি মুড়া ছিদ্দীকিয়া দারুসসুন্নাহ্ ইসলামিয়া মাদ্র্রাসা ও হাছন আলী এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় এলাকার বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। এছাড়া বেলা ১১টার দিকে কুমিল্লা ইউসুফ হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা নগরীর রাজগঞ্জ-ছাতিপট্টি এলাকায় একই কর্মসূচী পালন করে।
×