ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৎস্য ও পোল্ট্রি খামারের ১১ কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ০৪:০৮, ৭ আগস্ট ২০১৬

মৎস্য ও পোল্ট্রি  খামারের ১১ কোটি টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ মাত্র কয়েক দিনের বন্যায় ভূঞাপুর উপজেলায় মৎস্য খামারের ১ কোটি ও পোল্ট্রি খামারের ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে খামারি ও মৎস্য এবং প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা গেছে। ভূঞাপুর গোবিন্দাসী বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের ১০৮টি বড়পিট, সড়ক বিভাগ ও রেলওয়ের মোট ৫৫টি বড়পিট মৎস্য খামারের খামারিদের প্রায় কোটি টাকার ওপর লোকসান হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১০৮টি বড় পুকুর গোবিন্দাসী ইউনিয়েনের চাষীরা ইজারা নিয়ে মৎস্য চাষ করে আসছে। কিন্তু এবারের বন্যায় খামারিরা প্রতিরোধ ব্যবস্থা নেয়ার আগেই সকল পুকুর বন্যায় ডুবে যায় এবং বিপুল ক্ষতির সম্মুখীন হন। বিবিএর কাছ থেকে ইজারা নেয়া মৎস্য চাষী আমিনুল, কালাম, মোতালেব জানান বিবিএ প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্বের বিনিময়ে পুকুর ইজারা দিয়ে থাকে। কিন্তু গত বছর বন্যায় তিন দিকের পাড় ভেঙ্গে গিয়ে মৎস্য চাষীরা বিপুল অঙ্কের টাকার ক্ষতির সম্মুখীন হন। চাষীরা কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন নিবেদন করলেও পাড় না বাঁধার কারণে এবার একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছেন চাষীরা। তারা আরও জানান, কিছু বুঝে উঠার আগেই মাত্র কয়েক ঘণ্টায় যমুনার পানি বৃদ্ধি পেয়ে একাকার হয়ে যায়। কোন কোন চাষী সাধ্যমতো নেট দিয়ে মাছ আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
×