ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৮, ৭ আগস্ট ২০১৬

টুকরো খবর

১৬ জেলায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ফিলিং স্টেশনের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার লাইসেন্স গ্রহণের চাপ প্রয়োগ বন্ধ, যত্রতত্র পেট্রোলপাম্প স্থাপন বন্ধ ও বর্ধিত ট্রেড লাইসেন্স ফি কমানোসহ ১০ দফা দাবিতে খুলনা বিভাগের দশ জেলাসহ ১৬ জেলায় জ্বালানি তেল পরিবহন ও ডিপো থেকে উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট আহ্বান করেছে ব্যবসায়ীরা। আগামী ২৯ আগস্ট এ ধর্মঘট পালন করা হবে। এর আগে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাঙ্কলরি ওনার্স এ্যাসোসিয়েশনের নেতারা। শনিবার দুপুরে খুলনা মহানগরীর কাশিপুর মোড়ের সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচী ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশক সমিতির সহ-সভাপতি হাবিবুর রহমান, মোড়ল আব্দুস সোবাহান, ট্যাঙ্কলরি ওনার্স এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম মাহাবুব আলম, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন প্রমুখ। নারী সমাবেশের ডাক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স (গৃহকর) বাতিলের দাবিতে ফের কর্মসূচী দেয়া হয়েছে। এবার নারী সমাবেশ ও ঘরে ঘরে জনসংযোগ কর্মসূচী ঘোষণা করেছে বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটি। শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচীর ঘোষণা দেন কমিটির নেতারা। কর্মসূচী অনুযায়ী রাজশাহী মহানগরীতে আগামী ১৩ আগস্ট নারী সমাবেশ করবে। নতুন আন্দোলনের কর্মসূচী তুলে ধরে এ সংবাদ সম্মেলন থেকে বলা হয়, রাজশাহী সিটি করপোরেশন যে হারে বর্ধিত ট্যাক্সের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছে তার প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। তবে সাধারণ মানুষের প্রতি করপোরেশন কোন ধরনের সম্মান দেখায়নি। এটা অত্যন্ত দুঃখজনক। করপোরেশনের একরোখা অবস্থান সাধারণ মানুষের কাম্য নয়। জনগণের মতামত নিয়েই নতুন করে ট্যাক্স কাঠামো নির্ধারণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। ঘোষিত কর্মসূচীর মধ্যে ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এলাকাভিত্তিক ঘরে ঘরে জনসংযোগ করা হবে। এছাড়াও ৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ফের নতুন কর্মসূচীর ঘোষণা দেয়া হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটির আহ্বায়ক রাগিব আহসান মুন্না। প্রতিমা ভাংচুর স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার আট্টাকী শীতলা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরের দিকে প্রকাশ্যে এ মন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। ফকিরহাট থানার ওসি জানান, ই্ট ছুড়ে অজ্ঞাত কে বা কারা প্রতিমা ভাংচুর করেছে। অপরদিকে, রাতে কচুয়া উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত মসনি এলাকায় সর্বজনীন পূজা মন্দিরের ৩টি প্রতিমা দুর্বৃত্তরা ভাংচুর করেছে। নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে নৌকা ভ্রমণে এসে শনিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই যুবক। নিহতের নাম দেওয়ান সাব্বির (১৬)। সে ঢাকা জেলার আশুলিয়া থানার দীঘল গ্রামের দেওয়ান সেলিমের ছেলে। কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার মুদিপাড়া গ্রামে নানা রতন মিয়ার বাড়িতে গত দু’দিন আগে বেড়াতে আসে দেওয়ান সাব্বির। নৌকা ভ্রমণের জন্য বন্ধুদের সঙ্গে সাব্বির একটি ইঞ্জিনচালিত নৌকা চড়ে শনিবার দুপুরে স্থানীয় ভাসুরা গ্রাম হতে রাজধানীর মিরপুরের উদ্দেশে রওয়ানা হয়। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ আগস্ট ॥ জেলার হাওড় অধ্যুষিত অষ্টগ্রামে পুকুরের পানিতে ডুবে কামরুল মিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের দালানহাটি গ্রামের ইলাল মিয়ার শিশুপুত্র। শনিবার সকালে বাড়ির সামনে খেলতে গিয়ে শিশুটি পাশের পুকুরের পানিতে পড়ে যায়। আদিবাসীদের জীবনমান উন্নয়নে আন্দোলন নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর, ৬ আগস্ট ॥ মধ্যপাড়া কঠিন শিলা খনি সংলগ্ন বনাঞ্চলে অবস্থিত পাঁচপুকুরিয়া আদিবাসী পল্লীর আদিবাসীদের জীবনমান উন্নয়নে উচ্চ শিক্ষিত আদিবাসী মেয়েরা আন্দোলনে নেমেছেন। সূত্রমতে ঢাকার ইডেন কলেজ থেকে মাটার্স পাস অলিকুজুর বন্যা ও পলিকুজুর নামে এ গ্রামের দুই মেয়ের নেতৃত্বে শিক্ষিত ৬০ মহিলা সমন্বয়ে আদিবাসী নারী উন্নয়ন সমিতি গঠিত হয়। এ সংগঠনের আবেদনের প্রেক্ষিতে শনিবার সকালে পার্বতীপুরের ইউএনও তরফদার মাহমুদুর রহমান তাদের (আদিবাসী মহিলাদের) কার্যক্রম পরিদর্শনে পাঁচপুকুরিয়া আদিবাসী পল্লীতে আসেন । এ সময় তার সঙ্গে ছিলেন সমাজ সংগঠক স্থানীয় হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন শাহসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ । মুন্সীগঞ্জে বৃক্ষমেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান ও শ্রীনগরে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বাবু সুকুমার রঞ্জন ঘোষ এমপি শনিবার এ মেলার উদ্বোধন করেন। ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান’ এই সেøাগানে সিরাজদিখান উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা শুরু হয়। বৃক্ষ মেলার উদ্বোধন করেন বাবু সুকুমার রঞ্জন ঘোষ এমপি। কৃষি সম্প্রসারণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় হরেক রকমের গাছের চারা স্থান পায়। উদ্বোধনের অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে দেখেন। পরে এক বর্ণঢ্য র‌্যালি বের হয়। পৌর নির্বাচন বানচালের চেষ্টা ॥ গ্রেফতার ৫ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ নাশকতার মাধ্যমে পটুয়াখালীর গলাচিপা পৌর নির্বাচন বানচালের একটি চেষ্টা পুলিশ রুখে দিয়েছে। পুলিশ দাবি করেছে, অভিযানে চারটি পেট্রোলবোমা ও তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার এবং পাঁচ দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-গলাচিপা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আলিম হোসেন, গলাচিপা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনদী-ইটবাড়িয়া গ্রামের আরিফ হোসেন, রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া গ্রামের পলাশ, গলাচিপা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মিলন চৌকিদার ও ৯ নম্বর ওয়ার্ডের ইলিয়াস কবীর। ১২ দিন নিখোঁজ মাদ্রাসা ছাত্র স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার বড়লিয়া কারিমিয়া কারিমুল কোরান কওমী মাদ্রাসার ছাত্র এনামুল হক সরকার (১৩) নিখোঁজ রয়েছে। সে হেফজখানা শ্রেণীতে পড়ে। এনামুল জেলার সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের গুহপাড়া গ্রামের মোহাম্মদ হোসেন নান্নুর পুত্র। গত ২৫ জুলাই মাদ্রাসা থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় জিডি করা হয়। মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার খোঁজ মিলেনি। ১২ দিন অতিবাহিত হতে চললেও ছাত্রের সন্ধান না পাওয়ায় তার পরিবারে চলছে কান্না। যমুনায় গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর কালিতলা গ্রোয়েন বাঁধের নিকট গোসল করতে নেমে রনি হোসাইন (২০) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। সাব্বির হোসেন (২২) নামের অপর এক ছাত্রকে অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় উদ্ধার করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট রনিকে উদ্ধারে চেষ্টা করছেন। সে বগুড়া শহরের মালগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া সরকারী শাহসুলতান কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র ৫বন্ধু দুপুরে সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন এলাকায় গোসল করার জন্য যায়। নদীতে তীব্র স্র্রোত থাকায় স্থানীয় লোকজন তাদের নদীতে নামতে নিষেধ করে। দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ আগস্ট ॥ সিংড়ায় সাবেক ইউপি সদস্য মোজাফফর আলী ও তার ভাই হাসেম আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ ১৯ জনের নামে ও অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে নিহত মোজাফফরের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে সিংড়া থানায় এই মামলা দায়ের করেন। সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাঘ, হরিণসহ সুন্দরবনের প্রাণী ও বনজসম্পদ রক্ষার দাবিতে দীর্ঘ মানববন্ধন করেছেন সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন পাঁচটি ইউনিয়নের জেলে, বাওয়ালি মৌয়াল ও বনজীবীরা। তারা বাঘ নিধন বন্ধ করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনে সোপর্দ করারও আহবান জানিয়েছেন। শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালি ও মুন্সিগঞ্জ ইউনিয়নসহ কয়েকটি স্থানে এই মানববন্ধন করেন তারা। এতে যোগ দেন বনের ওপর নির্ভরশীল শত শত শ্রমজীবী। মানববন্ধনে নেতৃত্ব দেন রমজাননগর ইউপি চেয়ারম্যান আকবর আলি, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম আলি আজম টিটু, সাবেক চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান ভবতোষ ম-ল প্রমুখ। সড়ক ভেঙ্গে ৩ গ্রাম প্লাবিত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ভৈরব নদীর অস্বাভাবিক স্রোত ও ঢেউয়ের আঘাতে শুক্রবার রাতে সদর উপজেলার মুক্ষাইট-হাদেরহাট সড়কের একাধিক স্থান ভেঙ্গে গেছে। এতে বিষ্ণুপুর ইউনিয়নের ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। শতাধিক বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে। কমপক্ষে এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। সবজি ক্ষেত, পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। দেখা দিয়েছে গো-খাদ্যের সঙ্কট। পানিবন্দী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বসতঘর প্লাবিত হওয়ায় অনেক পরিবারে রান্না বন্ধ হয়ে গেছে। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তী জানান, কোথাও রাস্তা ভেঙ্গে, কোথাও বা রাস্তার ওপর দিয়ে উপচে পড়ছে নদীর পানি। ডিমলায় এখনও ১১ গ্রাম পানির নিচে স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, তিস্তা নদীর নতুন চ্যানেল সৃষ্টি হওয়ায় ডিমলা উপজেলা চরখড়িবাড়ি জিরো পয়েন্ট হয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। ফলে টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি ও পূর্বখড়িবাড়ি মৌজার ১১টি গ্রাম এখনও হাঁটু সমান পানির উচ্চতায় তলিয়ে রয়েছে।এসব গ্রামের প্রায় দুই হাজার পরিবার এখন তিস্তা নদীর ৭টি স্থানের বাঁধে আশ্রয় নিয়েছে। সরকারী হিসাবে এক হাজার ৮৬৩ পরিবার বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। প্রতিটি পরিবারের জন্য সরকারীভাবে ৪ দফায় ৭০ কেজি করে চাল, শুকনো খাবার প্যাকেট ও নগদ এক হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন এনজিও, ব্যাংক, সংগঠনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শরীয়তপুরে পানি কমেছে নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, বন্যার পানি কমতে শুরু করেছে। জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা পাড়ে নিম্নাঞ্চলে অবস্থিত কয়েকটি গ্রামের সহস্রাধিক পরিবার এখনও পানিবন্দী হয়ে আছে। বন্যাকবলিত এসব এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। এছাড়াও জালানি সঙ্কট, খাবার পানি এবং গো-খাদ্যের অভাব তীব্র আকার ধারণ করেছে। ফুলছড়িতে বেড়েছে রোগব্যাধি নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর দেখা দিয়েছে নানা রোগব্যাধি। পাশাপাশি বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও পয়ঃনিষ্কাশন সঙ্কটে পড়েছে বন্যার্তরা। এতে অনেকে চর্মরোগ, চোখের প্রদাহ, শ্বাসনালির প্রদাহসহ আক্রান্ত হচ্ছে পানি বাহিত রোগে। ওই উপজেলার এরেন্ডাবাড়ি, ফজলুপুর, কঞ্চিপাড়া, ফুলছড়ি, উড়িয়া, উদাখালী ও গজারিয়া ইউনিয়নের বন্যা উপদ্রুত এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা না গেলেও বানভাসি মানুষের শরীরে ব্যাপকভাবে চর্মরোগ দেখা দিয়েছে। পাশাপাশি চোখের রোগ এবং শ্বাসনালীজনিত সমস্যাও দেখা দিচ্ছে। মুন্সীগঞ্জে উন্নতি স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, বন্যার পানি কমেছে, দুর্ভোগ বেড়েছে। চরাঞ্চলের পানিবন্দী পরিবারগুলোর মধ্যে নানা রকম সমস্যা বিরাজ করছে। টঙ্গীবাড়ি, লৌহজং ও শ্রীনগর উপজেলার পদ্মা তীরের গ্রামগুলো কয়েক হাজার পরিবার এখনও বন্যাকবলিত। তীব্র স্রোতের কারণে কয়েকটা পয়েন্টে নদী ভাঙ্গনও রয়েছে। এদিকে দুর্গত এলাকায় সরকারীভাবে চাল, টাকা এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল জানান, পদ্মা শুক্রবার মুন্সীগঞ্জের ভাগ্যকুল পয়েন্টে ১১ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৬ সেন্টিমিটার এবং মাওয়ায় ৭ সেন্টিমিটার কমে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
×