ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৪:০৬, ৭ আগস্ট ২০১৬

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট থেকে জানান, যৌতুকের জন্য গৃহবধূ শারমীন আক্তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদের মারপিট ও নানা নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ এ ঘটনায় স্বামী রানা খন্দকার ও তার নানিকে শুক্রবার রাতে আটক করে থানায় নিয়ে আসে। নানি গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের শারমীন আক্তার (২২)কে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঁচুইল গ্রামের রানা খন্দকার (২৫) ঢাকায় গার্মেন্টে চাকরিরত অবস্থায় বিয়ে করে। তাদের ৩ বছরের একটি পুত্রসন্তান হয়েছে। বিয়ের পর শারমীন ক্ষেতলালের পাঁচুইল গ্রামে শ্বশুরবাড়িতে আসার কিছুদিন পরে শ্বশুর, শাশুড়ি, ননদ, নানি শাশুড়ি ও স্বামী যৌতুকের কারণে শারমীন আক্তারকে প্রায় নির্যাতন করত। এ ঘটনায় বিষয়টি ইউনিয়ন পরিষদে দুইবার সালিশ হলেও নির্যাতন অব্যাহত থাকে। গত ৩ আগস্ট শারমীনকে বাড়িতে ঘর বন্ধ করে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও অন্যরা মারধর করতে থাকলে ইউপি সদস্য আব্দুল হালিম আকন্দ এর প্রতিবাদ করেন। এ সময় তাকে রানা ও তার বাবা অপমান করে চলে যেতে বললে ইউপি সদস্য বিষয়টি থানায় জানায়। পরে থানা পুলিশ শারমীন আক্তারকে উদ্ধার করে কালাই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে।
×