ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৭, ৭ আগস্ট ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

বিয়ষ: বাংলা (পূর্ব প্রকাশের পর) ১৩.কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান? ক) পদ্মাবতী খ) বিদ্যাসুন্দর গ) জয়চন্দ্র চন্দ্রাবতী ঘ) পদ্মিনী উপাখ্যান ১৪.লোককথা কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ১৫.‘কাঁচড়াপাড়া‘য়’ জন্মগ্রহণ করেন কেÑ ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত খ) রাজা রামমোহন রায় গ) মদনমোহন ঘ) প্রমথ চৌধুরী ১৬.‘লাহিনীপাড়া’ গ্রামে জন্মগ্রহণ করেনÑ ক) মীর মশাররফ হোসেন খ) প্যারীচাঁদ মিত্র গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৭.‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থের লেখক কে? ক) সুধীন্দ্রনাথ দত্ত খ) বিষ্ণ দে গ) সুকান্ত ভট্টাচার্য ঘ) আবু ইসাহাক ১৮.‘কাদম্বিনী’ চরিত্রটি পাওয়া যায় কোন উপন্যাসে? ক) মেজদিদি খ) বড়দিদি গ) চরিত্রহীন ঘ) গৃহদাহ ১৯. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে? ক) ৩০টি খ) ৩১টি গ) ২৯টি ঘ) ৩২টি ২০.করিয়াা > কইর‌্যা> করে -কিসের উদাহরণ? ক) অভিশ্রুতি খ) স্বরাগমের গ) অপিনিহিতির ঘ) অন্ত স্বরাগম ২১. স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয় -এমন উদাহরণ কোনটি? ক) পৌষ খ) কৃষক গ) কাষ্ট ঘ) বর্ষা ২২.‘ততোধিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়- ক)তত+অধিক খ) তত+ধিক গ)ততঃ+অধিক ঘ) ততঃ+ধিক ২৩.‘লা’ কোন উপসর্গের উদাহরণ? ক) হিন্দি খ) ফারসি গ) আরবি ঘ) ইংরেজি ২৪.‘তারিখ’ কোন্ ভাষার শব্দ? ক) চীনা খ) ইংরেজি গ) তুর্কি ঘ) ফারসি উত্তর : ১.ক ২.ক ৩.গ ৪.খ ৫.ঘ ৬.খ ৭.ক ৮.ক ৯.ক ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.ক ২১.ক ২২.গ ২৩.গ ২৪.ঘ
×