ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘ভোর হলো’র আয়োজনে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩:৫৫, ৭ আগস্ট ২০১৬

‘ভোর হলো’র আয়োজনে দেশব্যাপী  চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলা সাহিত্যাকাশে ধ্রুবতারাসম উজ্জ্বল প্রজ্বলিত শিখা হাজার বছরের স্বকীয় ইতিহাসকে পুনরুজ্জীবিত করে বিশ্বনাট্য আঙিনায় অমিত বর্ণনাত্মক রীতি ছড়িয়ে দিয়েছেন যিনি, তিনি রবীন্দ্রত্তোর নাট্য জগতে জ্যোতিস্কসম নাট্যাচার্য সেলিম আল দীন। ক্ষণজন্মা এই অমিতভবা পুরুষের জন্মতিথি আগামী ১৮ আগস্ট। সেলিম আল দীনকে শিশু মনে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের শিশু সংগঠন ভোর হলো এর আয়োজনে এবার পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও সর্বশেষ ঢাকায় জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ গ্রাম থিয়েটার সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না জানান ক, খ, গ, ও ঘ এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক বিভাগে শিশু থেকে প্রথম শ্রেণী, খ বিভাগে দ্বিতীয় থেকে চতুর্থ, গ বিভাগে পঞ্চম থেকে সপ্তম এবং ঘ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিষয়গুলো হলো ক বিভাগে ইচ্ছামত, খ বিভাগে চাকা (গরুরগাড়ি), গ বিভাগে কীত্তনখোলা মেলা (গ্রামীণ মেলা), এবং ঘ বিভাগের সেলিম আল দীন এর প্রতিকৃতি অংকন। ৫ আগস্ট শুক্রবার দেশের সকল উপজেলায় আয়োজন সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১০ আগস্ট বুধবার দেশের সকল জেলায়, ১২ আগস্ট শুক্রবার সকল বিভাগে এবং ১৮ আগস্ট ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি স্থানে সকাল দশটায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৌফিক হাসান ময়না আরও জানান প্রতি উপজেলা থেকে প্রথম ও দ্বিতীয়স্থান অর্জনকারী প্রতিযোগী জেলায় অংশ নিতে পারবে। প্রতি জেলায় সকল উপজেলার প্রথম ও দ্বিতীয়স্থান অধিকারীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার শুধুমাত্র প্রথম স্থান অধিকারী বিভাগে অংশ নেবে। প্রতি বিভাগে সকল জেলার প্রথম স্থান অধিকারীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী ঢাকায় নির্দিষ্ট তারিখে উপস্থিত থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি স্থানে উপরে উল্লিখিত চারটি বিভাগে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রত্যেক অংশগ্রহণকারীকে নিজ দায়িত্বে যাতায়াত এবং ছবি আঁকার সকল সামগ্রী আনতে হবে। কর্তৃপক্ষ শুধু কাগজ সরবরাহ করবে। যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। প্রসঙ্গত, দেশের সকল উপজেলায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্তর্ভুক্ত সংগঠনগুলো নিজ নিজ উপজেলা পরিষদে প্রতিযোগিতা আয়োজন করবে এবং যে উপজেলায় গ্রাম থিয়েটারের কোন সংগঠন নেই সেই উপজেলার প্রতিযোগিরা সরাসরি জেলায় অংশগ্রহণ করতে পারবে।
×