ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলা গানে মালয়েশিয়ান মডেল

প্রকাশিত: ০৩:৫৫, ৭ আগস্ট ২০১৬

বাংলা গানে মালয়েশিয়ান মডেল

সংস্কৃতি ডেস্ক ॥ এই প্রথম বাংলা গানের ভিডিও চিত্রে মডেল হলেন মালয়েশিয়ান আলোচিত মডেল ওয়ানী। গানের শিরোনাম ‘গিটার’। গানটি গেয়েছেন তরুণ সঙ্গীতশিল্পী মিরাজ খান। গানের কথা ও সুর তার নিজের। গানটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকা। গানের সঙ্গীতায়োজন করেছেন শামীম। ভিডিও চিত্র আয়োজন করেছেন এমরান, অরিন্দম (আরিফ) ও লিমন (মালয়েশিয়া)। সম্প্রতি মালয়েশিয়ার পুলিশ হেড-কোয়ার্টারসহ মনোরম লোকেশনে গানটির চিত্রধারণ করা হয়েছে। বর্তমানে এখন চলছে সম্পাদনার কাজ। গানটি মিরাজের একক এ্যালবামে স্থান পাবে। ইতোমধ্যে একই এ্যালবামের ‘ভাল তো লাগে না কিছুই’ গানটি বিভিন্ন চ্যানেলসহ ইউটিউবে সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় এ্যালবামের আরও ৫টি গান শেষ হয়েছে। চলছে বাকি গানের কাজ। খুব শিগগিরই বাজারে আসবে এ্যালবামটি। ‘গিটার’ গানটি সম্পর্কে মিরাজ খান বলেন, মালয়েশিয়া গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে এই গানটি নিয়ে। এখানকার লোকেশন দেখে আমি মুগ্ধ। আশা করি দর্শক ও গানটি দেখে মুগ্ধ হবেন। দেশের গানে বিদেশী মডেলে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিরাজ বলেন, এই প্রথম দেখেছি ‘গিটার’ গান শুনে মালয়েশিয়ান মডেল ওয়ানী আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমি মনে করি এটা বাংলা গানের স্বার্থকতা। ইচ্ছে আছে মালয়েশিয়া গিয়ে আরও কিছু গান করার। গানের মধ্যেই সব সময় থাকতে চাই।
×