ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ধু দিবসের টেলিফিল্ম ‘আলোর ঝিলিক’

প্রকাশিত: ০৩:৫৫, ৭ আগস্ট ২০১৬

বন্ধু দিবসের টেলিফিল্ম ‘আলোর ঝিলিক’

স্টাফ রিপোর্টার ॥ এটিএন বাংলায় আজ রবিবার রাত ১০-৫৫ মিনিটে প্রচার হবে বন্ধু দিবসের বিশেষ টেলিফিল্ম ‘আলোর ঝিলিক’। হাবিব শাকিলের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ইমি, নাঈম, শখ প্রমুখ। টেলিফিল্মটির গল্পে দেখা যাবে মানুষের শুরু ও শেষ দুই অধ্যায়ই অন্ধকার। এই দুই অধ্যায়ের মাঝখানে যে আলোর ঝিলিক দেখা যায় তাই জীবন। আর মিলনের কাছে এই আলোর ঝিলিকটুকুই উপভোগের। এই আলোর ঝিলিকের অর্থ জীবন যা সে ইমির মধ্যে ছড়িয়ে দিতে চাই। যেখানে সুখের জন্য ভালবাসার জন্য অর্থের চেয়ে ভালবাসা বেশি প্রয়োজন পড়ে। ফ্রডীয় তত্ত্বের জয় এখানে। ভালবাসাই হলো বেঁচে থাকার আসল শক্তি। অন্যদিকে নাইম অর্থনীতির ছাত্র। তার কাছে জীবন এর অর্থ পুঁজি। মুখে মুখে সব সময় লেগে থাকে কার্ল মার্কসের থিওরি ক্যাপিটিলিজম ইজ দ্য ম্যান পাওয়ার অব হিউম্যান লাইফ। তার এই ধরনের কার্যকলাপে স্ত্রী শখ যথেষ্ট বিরক্ত। নাইমের হিসাব নিকাশ ও স্ত্রী শখের পিতার সম্পত্তির দিকে দৃষ্টি একটা সময়ে সম্পর্ক নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই দুই ধরনের ভালবাসার গল্প, কমেডি নিয়ে দুই জোড়া প্রেমিক প্রেমিকার গল্প আলোর ঝিলিক। এটি বন্ধু দিবসের টেলিফিল্ম ‘আলোর ঝিলিক’ এর গল্প। ভালবাসা বা বেঁচে থাকার জন্য মার্কসের তত্ত্বের চেয়ে ফ্রডীয় তত্ত্বের কার্যকারিতা বেশি। মূলত এই গল্পে তা দেখানো হয়েছে।
×