ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলেজ থিয়েটার বগুড়ার ‘দাওয়াত’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত: ০৩:৫৫, ৭ আগস্ট ২০১৬

কলেজ থিয়েটার বগুড়ার ‘দাওয়াত’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ কলেজ থিয়েটার বগুড়ার ‘দাওয়াত’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হলো শুক্রবার বিকেল সাড়ে ৫টায়। ওইদিন বগুড়ার পৌরপার্কের পুকুরপাড় সংলগ্ন ব্যায়ামাগার চত্বরে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। ‘দাওয়াত’ নাটকটি রচনা করেছেন কলেজ থিয়েটারের উপ-অর্থ সম্পাদক ওসমান গণি। নির্দেশনা দিয়েছেন সহ-সভাপতি শোভন চন্দ্র সরকার। ৩৫ মিনিট ব্যাপ্তির এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিজুল ইসলাম, তন্ময় সূত্রধর, সাইফুল ইসলাম, সঞ্চয়িতা সরকার, রাখি খাতুন, রেজোয়ান রাফি, ফিরোজুল ইসলাম, হাসানুজ্জামান, মুহাইমিনুল ইসলাম মাসুম, আতিকুর রহমান, ইমাম হাসান নিরব প্রমুখ। নাটকের আবহ সঙ্গীতে ছিলেন নির্মল মাহাতো, মিঠু দাস, রাশিয়ান চন্দ্র, আশিকুর রহমান। ‘দাওয়াত’ নাটকের গল্পে তুলে ধরা হয়েছে মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন এক মুঠো ভাত। সমাজের উঁচু শ্রেণীর লোকেরা নিম্ন শ্রেণীর কোন খোঁজ রাখে না কেউ অর্থের অভাবে কেউ কর্মের অভাবে নিজেকে বিলীন করে দেয়। দিনের পর দিন যাঁতাকলের মত নির্যাতিত হতে থাকে এসব অসহায় মানুষগুলো। যাদের ধ্বনি উর্ধ আকাশে ওঠার আগেই মধ্য আকাশে বিলীন হয়ে যায় চাপা কষ্টের মাঝে লুকিয়ে থাকে হাজার হাজার অজানা পাড় ভাঙ্গা কষ্টের কথা। ‘দাওয়াত’ নাটক সমাজের মানুষগুলোকে ইঙ্গিত দিয়েছে যে সমাজ থেকে বৈষম্য দূর হোক এবং দেশে বেকারত্বের অবসান হোক। এদিকে নাটকের উদ্বোধনী মঞ্চায়ন উপলক্ষে নাটকের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভন। বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী এবং বগুড়া থিয়েটারের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট পলাশ খন্দকার।
×