ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে আশ্রয় শিবিরে অনাহারে ৫০০ গরুর মৃত্যু

প্রকাশিত: ০৩:৫২, ৭ আগস্ট ২০১৬

ভারতে আশ্রয় শিবিরে অনাহারে ৫০০ গরুর মৃত্যু

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের কাছে এক আশ্রয় শিবিরে গত দুই সপ্তাহে অনাহারে মারা গেছে কমপক্ষে পাঁচ শ’ গরু। স্বেচ্ছাসেবকরা জানায়, অবহেলার কারণে আশ্রয় শিবিরে গরু থাকার স্থানগুলো পরিণত হয় মৃত্যুফাঁদে। খবর এনডিটিভির। বকেয়া বেতন আদায়ের দাবিতে গত মাস থেকে হিঙ্গোনিয়ার গরু আশ্রয় শিবিরের চুক্তিভিত্তিক আড়াই শ’র বেশি শ্রমিক ধর্মঘট শুরু করে। এ জন্য কর্মীদের কেউই গরু থাকার স্থানগুলো পরিষ্কার করেনি বা তাদের খাবারও সরবরাহ করেনি। ফলে না খেয়ে অনেক গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রবল বৃষ্টি ও গোবরের জন্য কাদামাটিতে আটকে যায় ওই প্রাণীর খুরগুলো। কত গরু মারা গেছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোন সংখ্যা জানানো হয়নি। তবে গরু রাখার স্থানগুলো পরিষ্কার করতে আসা স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, গত দু’দিনে তারা সেখান থেকে ৯০টি মৃতদেহ বের করেছেন এবং সেখানে আরও অনেক মৃতদেহ রয়েছে। আশ্রয় শিবিরের ঘরগুলোতে প্রায় আট হাজার গরু রয়েছে। সরকারী পশুচিকিৎসক ডা. দেবেন্দ্র কুমার যাদব নিশ্চিত করে জানান, কোন রোগে নয়, বেশির ভাগ গরুর মৃত্যু হয়েছে না খাওয়ার জন্য। আশ্রয় শিবিরের চেয়ারম্যান ভাগত সিং দেওয়াল বলেন, এত গরু মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে মে মাসের পর থেকে শ্রমিকদের বেতন না দেয়া। আর শ্রমিক ছাড়া আপনি কিভাবে আমার কাছ থেকে এই সমস্যার সমাধান প্রত্যাশা করেন। এই আশ্রয় শিবিরের জন্য বার্ষিক বাজেট হচ্ছে ২০ কোটি রূপি। জয়পুর মিউনিসিপাল করপোরেশন এবং খামারের মধ্যে দ্বন্দ্বের কারণে বেতন আটকে আছে শ্রমিকদের।
×