ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আলেপ্পোর গোলন্দাজ ঘাঁটিতে বিদ্রোহীদের অতর্কিত হামলা

প্রকাশিত: ০৩:৫২, ৭ আগস্ট ২০১৬

আলেপ্পোর গোলন্দাজ  ঘাঁটিতে বিদ্রোহীদের  অতর্কিত হামলা

সিরীয় ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপগুলোর জোট শুক্রবার আলেপ্পোর দক্ষিণে একটি সামরিক একাডেমি দখল এবং বিদ্রোহীদের এলাকাগুলোয় তিন সপ্তাহের সরকারী অবরোধ ভাঙ্গার লক্ষ্যে এক প্রচ- আক্রমণ চালিয়েছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। জোট বলেছে, তারা সরকারী অবরোধ ভেঙ্গে দেয়ার চেষ্টায় কৌশলগত শহর আলেপ্পোয় একটি গোলন্দাজ ঘাঁটিতে প্রচ- আক্রমণ চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিদ্রোহীরা একাডেমির কিছু অংশের দখল নিয়েছে। কিন্তু সিরীয় সেনাবাহিনী বলেছে, তারা হামলা প্রতিহত করেছে এবং এতে ব্যাপক সংখ্যক বিদ্রোহী হতাহত হয়েছে। একাডেমির কামান ও যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে তাদের এ হামলায় পরিস্থিতির ওপর পরস্পর বিরোধী রিপোর্ট দেখা যায়। সিরীয় মানবাধিকার পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, বিদ্রোহীরা স্কুলগুলোর দখল নিতে পারলে তারা সরকার অধিকৃত আলেপ্পোর পশ্চিমাঞ্চলে প্রবেশের সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দেবে এবং তাদের নিয়ন্ত্রিত এলাকায় সরকারী অবরোধ তুলে নেয়ার জন্য রামুসার পার্শ্ববর্তী এলাকাগুলোর অবশ্য দখল নেবে। তিনি বলেন, সিরীয় প্রশাসন ও রাশিয়ার জন্য এটা জীবন-মৃত্যুর লড়াই। সিরিয়ায় সরকারী টেলিভিশন বলেছে, সরকারী সৈন্যরা বিদ্রোহীদের হামলা প্রতিহত করেছে, নিহত হয়েছে কয়েক শ’ জিহাদী। সিরিয়ার এক সময়ের অর্থনৈতিক শক্তির কেন্দ্র আলেপ্পো বিধ্বস্ত হয়ে গেছে যুদ্ধে। সরকারবিরোধীদের সঙ্গে এ গৃহযুদ্ধ শুরু হয় ২০১১’র মার্চে। বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোয় সরকারী অবরোধ শুরু হয় ১৭ জুলাই এবং আশঙ্কা দেখা দেয় মানবাধিকার সঙ্কটের। সিরীয় মানবাধিকার গ্রুপ বলেছে, শুক্রবার বিদ্রোহী অধিকৃত পূর্বাঞ্চলে বিমান হামলায় ৯ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে।
×