ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনের কারখানা বিক্রি করছে লাফার্জ-হোলসিম

প্রকাশিত: ০৩:৫০, ৭ আগস্ট ২০১৬

চীনের কারখানা বিক্রি করছে লাফার্জ-হোলসিম

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার চীনে নিজেদের মালিকানায় থাকা ১৩টি সিমেন্ট কারখানা এবং ৪টি গ্রিন্ডিং স্টেশন বিক্রি করে দিচ্ছে লাফার্জ-হোলসিম। ক্রেতা কোম্পানি হচ্ছে সুইজারল্যান্ড ও ফ্রান্সভিত্তিক হুয়াজিন সিমেন্ট কোম্পানি লিমিটেড। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সিমেন্ট কারখানা বিক্রি করে লাফার্জ-হোলসিম ২১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার তুলবে। এই অর্থ লাফার্জ-হোলসিম তাদের ঋণ পরিশোধে ব্যয় করবে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে কোম্পানির মোট ঋণ কমে দাঁড়াবে ৩৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে। জানা গেছে, বছরে ১ কোটি ৮০ লাখ টন সিমেন্ট উৎপাদন করতে সক্ষম বিক্রির জন্য নির্ধারিত এসব ফ্যাক্টরি। লাফার্জ- হোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ওলসেন বুধবার এক বিবৃতিতে বলেন, চীনে কোম্পানির ব্যবসায় সংস্কার আনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে চীনে অবস্থিত লাফার্জ-হোলসিমের মালিকানাধীন সিচুয়ান শুআংমা সিমেন্ট কোম্পানি নামের আরেকটি প্রতিষ্ঠান বিক্রির ঘোষণা দেয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হলো। এক সপ্তাহের মধ্যে এটা কোম্পানির দ্বিতীয়বার সম্পদ বিক্রির সিদ্ধান্ত।
×