ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাল কোম্পানিতে বিনিয়োগ বাড়ছে

প্রকাশিত: ০৩:৫০, ৭ আগস্ট ২০১৬

ভাল কোম্পানিতে বিনিয়োগ বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্লু-চিপ বা ভাল কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এর ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন বেড়েছে ১৫ শতাংশ। যার প্রভাবে সার্বিক বাজার মূলধনের পরিমাণও বেড়েছে। উল্লেখ্য, পুঁজিবাজারে ভাল মৌলভিত্তি কোম্পানির শেয়ার হিসেবে ‘এ’ ক্যাটাগরিকে বিবেচনা করা হয়। আর ডিএসইতে ‘এ’ ক্যাটাগরি সম্পন্ন কোম্পানির শেয়ারের লেনদেন বৃদ্ধি পাওয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। ডিএসই সূত্র থেকে পাওয়া তথ্য মতে, গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির লেনদেন তার আগের সপ্তাহের তুলনায় ১.১৫ গুণ বা ১৪.৯১ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে টার্নওভার বেড়েছে ২৭৬ কোটি ২৮ লাখ ৯১ হাজার ৪৫৬ টাকা। সূত্রমতে, গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫৯ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৪৪ টাকা। তার আগের সপ্তাহে ছিল ১ হাজার ৭৯২ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৫৮৮ টাকা।
×