ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরো অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি ফিলিপিন্স প্রেসিডেন্টের

রিজাল ব্যাংকে ২ কোটি ডলার জরিমানা

প্রকাশিত: ০৩:৪৭, ৭ আগস্ট ২০১৬

রিজাল ব্যাংকে ২ কোটি ডলার জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে (আরসিবিসি) ১০০ কোটি পেসো (২ কোটি ডলারেরও বেশি) জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এ অংক ফিলিপিন্সের ইতিহাসে কোন আর্থিক প্রতিষ্ঠানকে করা সবচেয়ে বড় জরিমানার ঘটনা। দেশটির পত্রিকা এনকোয়ারে এ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হয়েছে। অন্যদিকে চুরি যাওয়া অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের এ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করে হ্যাকাররা। এ অর্থ তারা আরসিবিসি ব্যাংকের ৪টি এ্যাকাউন্টের মাধ্যমে ফিলিপিন্সে পাঠিয়ে উত্তোলন করে নেয়। তখনই বিতর্ক ঘিরে ধরে ব্যাংকটিকে। আরসিবিসি ব্যাংক জরিমানার প্রেক্ষিতে জানিয়েছে যে তারা এ সিদ্ধান্ত পালন করবে। এদিকে শুক্রবার ম্যানিলায় বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ সংবাদ সম্মেলন আয়োজন করে চুরি হওয়া অর্থ ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপিন্সের নতুন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বাংলাদেশী রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক মনে করছে আরসিবিসির দায় রয়েছে কেননা তারা বাংলাদেশ ব্যাংকের পাঠানো লেনদেন বন্ধের অনুরোধ আমলে নেয়নি তারা। আর ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেইন বলেছেন, পুরো ৮ কোটি ১০ লাখ ডলার উদ্ধার করতে না পারলে আরসিবিসির বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় ব্যর্থতার দায়ে শুক্রবার ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক আরসিবিসিকে ২ কোটি ডলারেরও বেশি জরিমানা করে। গোমেজ বলেন, বাংলাদেশ ব্যাংক আরসিবিসি ছাড়াও মামলা করতে পারে ফিলিপিন্সের রেমিটেন্স প্রতিষ্ঠান ফিলরেমের বিরুদ্ধে।
×