ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আইজি প্রিজন

প্রকাশিত: ০৮:০৬, ৬ আগস্ট ২০১৬

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আইজি প্রিজন

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৫ আগস্ট ॥ নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরের ৮ দিন পর শুক্রবার দুপুরে পরিদর্শনে আসেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। এ সময় তিনি নতুন কারাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বন্দীদের সেবা নির্বিঘœ ও দর্শনার্থীদের দুর্ভোগ লাঘবে জেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। পরিদর্শনের সময় কারাগারের পানিতে গন্ধ, নিম্নমানের খাবার, দর্শনার্থীদের দুর্ভোগ, সাক্ষাতকার কক্ষের ত্রুটি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ পান কারা মহাপরিদর্শক। পরে এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ ইফতেখার উদ্দিন। এ সময় তিনি বলেন, বন্দী এবং দর্শনার্থীদের যেসব সমস্যা রয়েছে তা নিরসনে ব্যবস্থা নেয়া হচ্ছে। সাক্ষাত কক্ষের ভেতরের গ্লাসের কারণে বন্দী এবং দর্শনার্থীরা একে অপরের কথা শুনতে পাচ্ছেন না। তাই শীঘ্রই সেখানকার কাঁচ অপসারণ করে গ্রিল স্থাপন করা হবে।
×