ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউরোপের সেরা তিনে নেই মেসি

প্রকাশিত: ০৬:৪৪, ৬ আগস্ট ২০১৬

ইউরোপের সেরা তিনে নেই মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপের বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ের চূড়ান্ত পর্ব থেকে ছিটকে পড়েছেন লিওনেল মেসি। শুক্রবার বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই সেরা তিনের তালিকা প্রকাশ করেছে উয়েফা। এলএম টেন না থাকলেও ইউরোর মুকুট পরা তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জায়গা করে নিয়েছেন ঠিকই। তার সঙ্গে আছেন ক্লাব সতীর্থ গ্যারেথ বেলও। এছাড়াও সেরা তিনে জায়গা করে নিয়েছেন রিয়ালেরই নগরপ্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী তারকা এ্যান্টনিও গ্রিজম্যান। চ্যাম্পিয়ন্স লীগে রিয়াল মাদ্রিদকে ১১তম শিরোপা উপহার দেয়ার সৌজন্যে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে স্বাভাবিকভাবেই এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে দেশকে প্রথমবারের মতো বড় কোন শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। যে কারণে ইউরোর সেরা হওয়ার দাবিকে আরও সংহত করেছেন সি আর সেভেন। এদিকে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ী দলের সদস্য বেলও। আর দীর্ঘ ৫৮ বছর পর অংশ নিয়েই ওয়েলসকে পৌঁছে দিয়েছেন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শেষ চারে। টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয়া ফরাসী স্ট্রাইকার গ্রিজম্যানও এ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে।
×