ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিওতে ক্রিকেট কিংবদন্তি শচীন

প্রকাশিত: ০৬:৪৩, ৬ আগস্ট ২০১৬

রিওতে ক্রিকেট কিংবদন্তি শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) প্রত্যক্ষ আমন্ত্রণে রিওডি জেনিরোতে পৌঁছেছেন ক্রিকেটর জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকর। কিছুদিন আগেই তার পুরনো ইনজুরির অস্ত্রোপচার হয়। এখনও শতভাগ ফিট নন। তবু পায়ে ট্র্যাকশন নিয়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র টানে ৪১ বছর বয়সী সাবেক ভারতীয় ঠিকই ব্রাজিলে পৌঁছে গেছেন । উদ্দেশ্য তিনটি- প্রথমত আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের আমন্ত্রণ রক্ষা করা, ভারতীয় এ্যাথলেটদের অনুপ্রেরণা যোগানো এবং ভবিষ্যতে বিশ্বের বৃহত্তর ক্রীড়াআসরে ক্রিকেটের অন্তর্ভুক্তির নিয়ে আলোচনা। এর মধ্যে ক্রীড়াবিদদের উদসাহ দেয়ার বিষটিকেই বড় করে দেখছেন রেকর্ড ১শ’ সেঞ্চুরির মালিক ‘অলিম্পিকের মতো এমন একাটি আয়োজনে দেশের সঙ্গে থাকতে পারার গর্বই আলাদা। ভারতীয়দের কাছাকাছি থেকে উৎসাহ দেব। আশা করছি অনেক সাফল্য নিয়ে ফিরতে পারব।’ টুইটারে লেখেন শচীন। রিও অলিম্পিকে ভারতের ১১৯ এ্যাথলেট অংশ নিচ্ছেন। শরীর পুরোপুরি ফিট না থাকলেও মানষিক প্রস্তুতিটা ঠিকই ছিল। এজন্য মুম্বাইয়ের একটি হাসপাতাল থেকে আলোচিত জিকা ভাইরাসের প্রতিষেধক টিক নিয়েছেন। শতকোটি ভারতবাসীর কাছে শচীন তাদের ক্রিকেট-দেবতা। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে ওয়ানডে-টেস্ট মিলিয়ে ১শ’ সেঞ্চুরির বিরল রেকর্ড গড়েন। ২৪ বছরের ক্যারিয়ারে নামের পাশে অনেক অর্জন। এমন একজনকে আমন্ত্রণ জানাতে পেরে আইওসি বস গর্বের কথা আগেই জানিয়েছেন।
×