ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘নিষ্পাপ’ দল রাশিয়া!

প্রকাশিত: ০৬:৪০, ৬ আগস্ট ২০১৬

‘নিষ্পাপ’ দল রাশিয়া!

স্পোর্টস রিপোর্টার ॥ সন্দেহের দৃষ্টিটা সবচেয়ে বেশি ছিল রাশিয়ার ক্রীড়াবিদদের দিকে। বিশ্বব্যাপী ক্রীড়াপ্রেমীরা দেশটির তারকা ক্রীড়াবিদদের দিকেও তির্যক দৃষ্টিপাত করতে শুরু করেছিলেন। কারণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক হারে নিষিদ্ধ ড্রাগ গ্রহণের জন্য অনেক ক্রীড়াবিদই নিষিদ্ধ হতে শুরু করেছিলেন। এবার রিও অলিম্পিকে সে কারণে রাশিয়ার পুরো দলটিকেই নিষিদ্ধের জোর দাবি উঠেছিল। এভাবে ১১৯ জন নিষিদ্ধ হয়েছিল। কিন্তু ১৮ জনই আপীল করেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে যার রায় নিয়ে ক্রীড়া সালিশ-নিষ্পত্তি আদালতের (সিএএস) বিলম্ব হওয়ায় দায়িত্বটা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বিশেষ এক কমিটিকে দেয়। সেখান থেকে সবমিলিয়ে ২৭১ ক্রীড়াবিদকে রিও অলিম্পিকে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে আইওসি। শুক্রবার উদ্বোধনীর আগের দিনে একেবারে ছেকে বের করা পরিশুদ্ধ ক্রীড়াবিদরাই রিও অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পেয়ে গেলেন। এ কারণে রাশিয়া অলিম্পিক কমিটির (আরওসি) প্রেসিডেন্ট আলেক্সান্দার ঝুকভ দাবি করলেন- রিও অলিম্পিকের শুদ্ধতম দল রাশিয়া। দাবি উঠেছিল রাশিয়ার পুরো অলিম্পিক দলকেই রিও অলিম্পিক থেকে নিষিদ্ধের। তবে রাশিয়ার যারা নিষ্পাপ এ্যাথলেট তাদের পক্ষে ছিলেন অনেকেই। বিষয়টি নিয়ে বেশ চাপের মুখে থাকা আইওসি শেষ পর্যন্ত প্রতিটি ক্রীড়ার সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনগুলোর ওপর দায়িত্ব দেয়। রাশিয়ার ঘোষিত ৩৮৯ জনের অলিম্পিক দল থেকে যাদের ডোপ সংক্রান্ত জটিলতা আছে তাদের খুঁজে বের করার দায়িত্ব ছিল এই ফেডারেশনগুলোর। সবমিলিয়ে ১১৯ জনকে নিষেধাজ্ঞা দেয় ফেডারেশনগুলো। কিন্তু এবারই প্রথম ডোপ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ১৮ রাশিয়ান ক্রীড়াবিদ সিএএসে আপীল করে ইতিহাস সৃষ্টি করেন। সেটার এখন পর্যন্ত সুরাহা হয়নি। কিন্তু অলিম্পিক শুরুর সময় হয়ে যাওয়ায় আইওসি ৩ সদস্যের বিশেষ কমিটি করে দেয় রাশিয়ার ক্রীড়াবিদদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার। বৃহস্পতিবার রাতেই সবকিছু পর্যালোচনা করে রাশিয়ার ২৭১ ক্রীড়াবিদকে অনুমোদন দেয়া হয় রিও অলিম্পিকে অংশ নেয়ার। আইওসি জানিয়েছে যদি এরপরও কোন ফেডারেশন শুদ্ধ ঘোষিত কোন ক্রীড়াবিদের ডোপিং রেকর্ড দেখে সন্দেহের মধ্যে থাকে সেক্ষেত্রে নিষিদ্ধ করতে পারে। কিন্তু আরওসি বলছে ভিন্ন কথা। সংগঠনের প্রেসিডেন্ট ঝুকভ দাবি করলেন আরও অন্তত ৫ জন পেয়ে যেতে পারেন সুযোগ। এর মধ্যে ৩ জন সাইক্লিস্ট, একজন কুস্তিগীর ও একজন ক্যানুয়িস্ট। আর সিএএসও আপীল করা এ্যাথলেটদের মধ্যে তিনজনের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিই দেখাচ্ছে। তাই আরও কয়েকজন হয় তো বাড়তে পারে। এ বিষয়ে ঝুকভ বলেন, ‘হয়তো রাশিয়ার দলটিকে কঠিনতম পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে। কারণ সবাইকে অনেক পরীক্ষা-নিরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে এখন রাশিয়ার দলটিই অলিম্পিকের সবচেয়ে নিষ্পাপ। আমাদের চেয়ে শুদ্ধতম আর কোন দলই নেই।’
×