ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মারের হুমকি জোকোভিচ

প্রকাশিত: ০৬:৪০, ৬ আগস্ট ২০১৬

মারের হুমকি জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিসের স্বর্ণালী সময় কাটিয়েছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। কিন্তু বর্তমানে দুজনেই নিষ্প্রভ। রিও অলিম্পিকে স্প্যানিশ টেনিস তারকা অংশ নিলেও চোটÑশঙ্কা আর বয়সের ভারে তো ফুরিয়েই গেছেন সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি ফেদেরার। তাদের নিষ্প্রভতায় টেনিস কোর্টে জ্বলে উঠেছেন নোভাক জোকোভিচ এবং এ্যান্ডি মারের মতো তারকারা। অলিম্পিকেও তার ব্যতিক্রম নয়। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে রজার ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণ পদক জয়ের স্বাদ পান মারে। শিরোপা ধরে রাখতে এবারও মরিয়া ব্রিটেনের মারে। রিও অলিম্পিকে গ্রেট ব্রিটেনের পতাকাও বহন করবেন তিনি। বুধবার রাতেই তা নিশ্চিত করে দেশটির অলিম্পিক দল। আর এমন দায়িত্ব পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন। তবে শুরুতে ভাষাই হারিয়ে ফেলছিলেন স্কটিশ তারকা। তার মতে, ‘সত্যিই আমি ভাষা হারিয়ে ফেলছিলাম। গত কয়েকটা দিনই আবেগাপ্লুত ছিলাম। কেননা ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক। আর এই টুর্নামেন্টে পতাকা বহনের দায়িত্বটা সত্যিই খুব সম্মানের। গ্রেট ব্রিটেনের পতাকা বহন করতে পেরে আমি খুবই গর্বিত।’ রিও অলিম্পিকের ড্র অনুযায়ী এবার প্রথম রাউন্ডে ভিক্টর ট্রইস্কির মুখোমুখি হবেন মারে। এরপর আর বড় ধরনের কোন বাধা নেই তার। তবে সবকিছু সঠিকভাবে এগুলে ফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হতে হবে তাকে। অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন মারে হলেও টেনিস কোর্টে দারুণ সময় কাটছে নোভাক জোকোভিচের। সর্বশেষ সাত গ্র্যান্ডসøামের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গত মাসে উইম্বলডন জিততে পারলে তো ক্যালেন্ডার সøাম জয়ের মাইলফলকের সামনেই থাকতেন জোকোভিচ। তারপরও গত সপ্তাহে টরেন্টোতে শিরোপা জিতে উইম্বলডনে হারের ব্যর্থতা ঘুচিয়ে উঠেছেন সার্বিয়ান তারকা। এবার তার লক্ষ্য শুধুই অলিম্পিকের স্বর্ণ জয়। রিওতে প্রথম রাউন্ডে নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন জোয়ান মার্টিন ডেল পোত্রোর। চার বছর আগে এই আর্জেন্টাইন তারকার কাছে হেরেই লন্ডন অলিম্পিক থেকে ছিটকে পড়েছিলেন জোকোভিচ। এবার তাকে রিওর প্রথম রাউন্ডেই পাচ্ছেন প্রতিপক্ষ হিসেবে। বর্তমান চ্যাম্পিয়ন এ্যান্ডি মারে আর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচ ছাড়াও রিও অলিম্পিকে নজর কাড়বেন চোট কাটিয়ে শেষ মুহূর্তে নিশ্চিত করা স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল, তারই স্বদেশী ডেভিড ফেরার, ফ্রেঞ্চম্যান জো উইলফ্রেইড সোঙ্গা, জাপানের কেই নিশিকোরি এবং ক্রোয়েশিয়ার মারিন চিলিসের মতো তারকারা।
×