ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাসনুভা চৌধুরী

স্কুলের গণ্ডি পেরিয়ে

প্রকাশিত: ০৬:৩৩, ৬ আগস্ট ২০১৬

স্কুলের গণ্ডি পেরিয়ে

স্কুলের গণ্ডি পেরিয়ে বন্ধুদের অনেকেই আলাদা আলাদা কলেজে ভর্তি হয়েছে। সম্পর্কের অবনতি না হলেও আগের মতো রোজ রোজ দেখা হয় না সবার। অনন্যা, আয়েশা, রিতু, বাবলি, জেবা, বৃষ্টি, স্নিগ্ধা আমাদের ৮ জনের একটা গ্রুপ ছিল। নাম দিয়েছিলাম ‘আশাবাদী আট।’ দিনের অনেকটা সময় আমরা এক সঙ্গে স্কুলে কাটাতাম। কত আড্ডা, আনন্দ, হাসি গান। বিশেষ দিনগুলোতে কিংবা ছুটিতে আমরা প্রায়ই চেষ্টা করি সবাই একত্র হতে। এবার বন্ধু দিবসটা আমরা সবাই এক সঙ্গে কাটাব বলে ঠিক করেছি। আমরা সবাই মিলে সেদিন বিকেলে সেই পুরনো ক্যাক্টোরিয়াতে যাব। আইসক্রিম খাব। ওখানে আমরা স্কুলে পড়ার সময়ও মাঝে মাঝে যেতাম। আসলে বন্ধু দিবসটা নেহাত উপলক্ষ। সবাই এক সঙ্গে কিছু সময় কাটানোই আসল উদ্দেশ্য। কলেজের নতুন বন্ধু রাকা, নিশান, তুরিন আর নাফিসাও থাকবে। আমি আর্ট পেপার কেটে সবার জন্য নিজ পেন্সিল স্কেচ করে কার্ড বানিয়েছি। আর সেই কার্ডে প্রত্যেকের সঙ্গে কাটানো একটা করে বিশেষ। মুহূর্তের স্মৃতিচারণ করেছি। সাদাকালো কার্ডগুলো এক নিমেষে আমাদেরকে স্কুল জীবনের রূপালি সময়গুলো মনে করিয়ে দেবে। আশা করি সবার সঙ্গে দিনটা ভালই কাটবে। রাজশাহী সরকারী মহিলা কলেজ দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, রাজশাহী
×