ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জগলুল হায়দার এর গুচ্ছছড়া

প্রকাশিত: ০৬:৩৩, ৬ আগস্ট ২০১৬

জগলুল হায়দার এর গুচ্ছছড়া

মিতালি ফুলটুল প্রজাপতি আয় পাতি মিতা চুলটল বেঁধে নিতে লাগবে না ফিতা। রংধনু বন্ধু যে বলে গেছে পশশু সকলে বন্ধু হবো হবো না তো দস্যু। তারপর আমিও তো বাড়িয়েছি হস্ত তাই দেখে পাখিরাও সারি বাঁধে মস্ত। সারে সারে সকলেই দাঁড়ালাম অদ্য গেয়ে যাবো প্রাণ ভরে মিতালির পদ্য। হাসি-খুশি মেঘ আর রোদে যদি দোস্তিটা করে গাছে গাছে ঝিলমিল কতো ছায়া ধরে। ছায়া-রোদ লুকোচুরি আহা কি যে সুখ হাতে হাত ধরাধরি হাসি-খুশি মুখ। বন্ধু বিকেলটা যেই বন্ধু হলো বন্ধু হলো ছায়া বন্ধু হলো বিদায়ী রোদ নরম নরম মায়া। বন্ধু হলো দুরন্ত মেঘ বন্ধু হলো হাওয়া বন্ধু হলো মাঠ বলে তাই এত্ত বন্ধু পাওয়া। বন্ধু সে টিফিনটা ভাগ করে আধা ভাগ দেয় যে বাড়ি যেতে রিকশায় সাথে রোজ নেয় যে। প্রয়োজনে খাতা-বই হুট করে চায় যে ঝালমুড়ি থাপা দিয়ে না বলেই খায় যে। ক্লাসে মাঠে দিনমান সঙ্গটা পায় যে বন্ধু সে প্রাণপ্রিয় দেয় সবে রায় যে।
×