ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যার্ত মানুষের জন্য খালেদার কুম্ভীরাশ্রু ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫১, ৬ আগস্ট ২০১৬

বন্যার্ত মানুষের  জন্য খালেদার  কুম্ভীরাশ্রু ॥  নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ যে কোন দুর্যোগে সরকার জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা নেই। মাঠে না নেমে বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং তাঁর দল ঘরে বসে বন্যার্ত মানুষের জন্য কুম্ভীরাশ্রু বিসর্জন করছে। তাদের এই ভ- রাজনীতির জবাব জনগণ ২০১৯ সালের নির্বাচনে দেবে। ১৪ দলের মুখপাত্র বর্তমান সরকারের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুতসহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় সরকার ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করছেন। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের পাশেই থাকবে। উন্নয়ন এবং জনগণের ভালবাসা নিয়ে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। তিনি শুক্রবার তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদরের দুর্গম চর মেছড়া ইউনিয়নের বন্যা ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। নাসিম শুক্রবার স্পীডবোট নিয়ে পানি পথে মেছড়ার চরে বন্যাদুর্গত মানুষের অবস্থা ঘুরে ঘুরে দেখেন। তিনি মেছড়ার নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন। পরে তিনি ৫শ’ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু প্রমুখ।
×