ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আটক ১৫ শিক্ষার্থী কারাগারে

প্রকাশিত: ০৫:৪৫, ৬ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে  আটক ১৫  শিক্ষার্থী কারাগারে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলা সীমান্তে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় আটক ১৫ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আটকদের শুক্রবার দুপুরে বিজয়নগর আমলী আদালতে নেয়া হয়। বৃহস্পতিবার বর্ডার গার্ড তাদের সিঙ্গারবিল সীমান্তের কাশিনগর থেকে আটক করে। পুলিশ জানিয়েছে, তারা কোন জঙ্গী গোষ্ঠীর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আটক সালেহহীন, জাইম, রবিউল আলম, আবুল হাসনাত, আশেক মিয়া, জুনাঈদ হোসেন, মনিরুজ্জামান, নিয়াজ আহম্মেদ তুষার, তারেক আহম্মেদ, মোঃ আরিফ, মোঃ মেহেদী হাসান, সাইফুল ইসলাম, আলমগীর হাসান, মোঃ ঈমন ও ইয়াহিয়া হোসেন সাজ্জাদের ঠিকানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। এর উত্তর পাওয়া গেলে পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
×