ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে মানবাধিকার কমিশন

প্রকাশিত: ০৫:৪৫, ৬ আগস্ট ২০১৬

অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে মানবাধিকার কমিশন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৫ আগস্ট ॥ জাতীয় মানবাধিকার কমিশনের নব-নিযুক্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, দেশে আইনের শাসন ও সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে কমিশন কাজ করে যাবে। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ’৭১ এর পরাজিত শক্তি তখন সংগঠিত হয়ে উন্নয়নের গতিধারাকে ব্যাহত করার লক্ষ্যে দেশের মধ্যে সন্ত্রাস ও জঙ্গীবাদী কার্যক্রম চালাচ্ছে, মানুষ হত্যা করছে। এতে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে এসব চলতে পারে না। শুক্রবার দুপুর ১২টায় কমিশনের অন্য সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশে মানবাধিকার বলে কিছুই নেই - বিএনপি’র এমন বক্তব্যের প্রতি মন্তব্য করে তিনি আরও বলেন, বিদেশী মদদপুষ্ট হয়ে যারা দেশের মধ্যে জঙ্গীবাদী কার্যক্রম চালিয়ে মানুষ হত্যা ও সন্ত্রাস করছে এবং এদের যারা মদদ দিচ্ছেন, তারাই মূলতঃ মানবাধিকার লঙ্ঘন করছেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করা। জাতির পিতার সে স্বপ্ন পূরণে শেখ হাসিনার নেতৃত্বে আমরাও কাজ করে যাব। এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ নজরুল ইসলাম, অবৈতনিক সদস্য অধ্যাপক আখতার হোসেন, এনামূল হক চৌধুরী, বেগম নুরুন্নাহার ওসমান, সহকারী পরিচালক এম রবিউল ইসলাম, জয়দেব চক্রবর্তী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
×