ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় জনতার হাতে পাঁচ সন্দেহভাজন জঙ্গী আটক

প্রকাশিত: ০৫:৪২, ৬ আগস্ট ২০১৬

সাতক্ষীরায় জনতার হাতে পাঁচ সন্দেহভাজন জঙ্গী আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের একটি মাদ্রাসা থেকে পাঁচ যুবককে জঙ্গী সন্দেহে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। তাদের জঙ্গী সন্দেহে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদি হাসান ইমরান (২৩), খুলনা জেলার লবণচরার হাসনাবাদ গ্রামের আবদুল মোতালেব হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (২৭), মেহেরপুর জেলার শিবচরের আলোপুরের আবদুল খালেক মোল্লার ছেলে মোশাররফ হোসেন (২০), শরিয়তপুর জেলার জাজিরার চরদুপুর গ্রামের আহমেদ নাজিরের ছেলে নাজিম হোসেন (২৩) ও শরিয়তপুর জেলার একই গ্রামের কুদ্দুস মাঝির ছেলে ইয়ামিন হোসেন (১২)। তারা এখানে আত্মগোপনে থেকে জঙ্গী বিষয়ক তৎপরতা চালাচ্ছিল বলে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম অভিযোগ করেছেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, আটককৃতরা ২০ দিন আগে থেকে খাজরা ইউনিয়নের ফটিকখালি হাফিজিয়া মাদ্রাসার হেফজখানায় অবস্থান নেয়। সেখানে তারা ধর্মীয় আলোচনা করত। শুক্রবার জুমার নামাজের সময় তাদের স্থানীয়রা দেখতে পেয়ে সন্দেহভাজন জঙ্গী হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি আরও জানান, তারা জঙ্গী কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে। সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সালাহউদ্দিন জানান তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জঙ্গী কিনা তা এখনও জানা যয়নি। খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, ফটিকখালি হাফিজিয়া মাদ্রাসাটি অনেকটা দুর্গম এলাকায়। একই উপজেলার খালিয়া গ্রামের আনিসুর রহমান মাদ্রাসাটি পরিচালনা করেন। ওই যুবকদের আটক করার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি জানান, আনিসুর রহমানের স্ত্রী মহিলাদের সংগঠিত করতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান বলে খবর রয়েছে । বগুড়ায় গ্রেফতার জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার ॥ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস থেকে জানান, বগুড়ার শিবগঞ্জে গ্রেফতার করা তথাকথিত জেএমবির নেতা আব্দুল মজিদ (৫৬) উত্তরাঞ্চলীয় কমান্ডার ছিল এবং সে বিভিন্ন এলাকায় জেএমবি সদস্যদের রিক্রুট করে প্রশিক্ষণ দিত, এমনটি জানিয়েছে পুলিশ। তাকে দশদিনের রিমান্ডে নেয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শিবগঞ্জ পুলিশ সৈয়দ দমপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদেকে গ্রেফতার করে। সে সাবেক সেনা সদস্য। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় নাশকতা মামলা আছে। শিবগঞ্জে শিয়া মসজিদে জঙ্গী হামলায় ঘটনায় তাকে সন্দেহ করা হয়।
×