ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় বাংলাদেশীরা পাসপোর্ট প্রতারণার শিকার

প্রকাশিত: ০৪:১৯, ৬ আগস্ট ২০১৬

লিবিয়ায় বাংলাদেশীরা পাসপোর্ট প্রতারণার শিকার

কূটনৈতিক রিপোর্টার ॥ লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সিল ও সই নকল করে সেখানকার প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির নামে প্রতারণা চলছে। লিবিয়ার বেনগাজী শহরে একটি প্রতারক চক্র অসাধু উপায়ে প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে চলেছে। তাদের বিষয়ে সতর্ক থাকার জন্য প্রবাসীদের অনুরোধ করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। ২০১৫ সালের ২৪ নবেম্বর থেকে হাতে লেখা পাসপোর্টের কার্যকারিতা আর নেই। সকল প্রবাসী নাগরিককে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সে অনুযায়ী প্রায় সকল বাংলাদেশী নাগরিকই এমআরপি নিয়েছেন। এখনও যেসব বাংলাদেশী নাগরিক এমআরপি গ্রহণ করেননি তারাও এমআরপি নিতে পারছেন। তবে প্রবাসী শ্রমিকদের অজ্ঞতার সুযোগ নিয়ে লিবিয়ায় একটি সংঘবদ্ধ চক্র হাতে লেখা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করছে। তবে হাতে লেখা পাসপোর্টের কার্যকারিতা আর নেই। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, লিবিয়ায় অনেক প্রবাসী শ্রমিক দীর্ঘদিন ধরে রয়েছেন। যুদ্ধ-বিগ্রহের মধ্যেও এসব শ্রমিক দেশ ত্যাগ করেননি। দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে এসব শ্রমিকের অনেকেই জানেন না এমআরপি বাধ্যতামূলক। এই সুযোগ নিয়ে সেখানকার একটি সংঘবদ্ধ চক্র তাদের পাসপোর্টের মেয়াদ দূতাবাস থেকে বাড়িয়ে দেয়ার জন্য অনেকের পাসপোর্ট সংগ্রহ করছে। বিশেষ করে বেনগাজী থেকে রাজধানী ত্রিপোলির দূরত্ব বেশি ও সময় স্বল্পতার কারণে অনেকেই দালালদের কাছে পাসপোর্ট দিয়ে থাকে। তবে এই দালালচক্র দূতাবাসের সিল ও সই নকল করে প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে চলেছে। লিবিয়া দেশটি অনেক বড় ও যুদ্ধবিগ্রহের কারণে অনেক প্রবাসী বাংলাদেশীই লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যান না। এছাড়া অনেকেই হয়রানি এড়াতে দালালদের মাধ্যমে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করে থাকেন। এখন যে হাতে লেখা পাসপোর্টের আর কার্যকারিতা নেই, সেটাও জানেন না অনেকেই। এই সুযোগে দালালচক্র লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সিল-সই নকল করে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে চলেছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজীতে কিছু অসাধু ব্যক্তি দূতাবাসের সিল ও স্বাক্ষর নকল করে প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির নামে প্রতারণা চালাচ্ছে। ২০১৫ সালের জুন মাস থেকে দূতাবাসে ডিজিটাল পাসপোর্টের কার্যক্রম শুরু করা হয়েছে; তাই দূতাবাসের পক্ষ থেকে বর্তমানে হাতে লেখা (এ্যানালগ) পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে না। দূতাবাস ইতোমধ্যেই প্রতারক চক্রের সদস্যদের নাম-পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতারক চক্র সম্পর্কে অবহিত করা হয়েছে। তাই দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশীদের এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতে একই অভিযোগ পাওয়া গেলে দূতাবাস বেনগাজীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এতে আরও বলা হয়, হাতে লেখা পাসপোর্ট- যেটি ২০১৫ সালের ২৪ নবেম্বর থেকে আন্তর্জাতিকভাবে অকার্যকর হয়েছে, আর ডিজিটাল পাসপোর্ট (এমআরপি)-এর কোনভাবেই মেয়াদ বৃদ্ধির সুযোগ নেই বিধায় কেউ ভুল পথে অবৈধভাবে মেয়াদ বৃদ্ধি করে থাকলে, ভবিষ্যতে তার নতুন ডিজিটাল পাসপোর্ট (এমআরপি) ইস্যুর সুযোগটি সীমিত হয়ে যাবে। এদিকে বেনগাজীসহ ত্রিপোলির বাইরের শহরে বসবাসরত প্রবাসীরা সেবার জন্য দূতাবাসে আসার সময় বিভিন্ন স্থানের চেকপয়েন্ট বা বিমানবন্দরে হয়রানির শিকার হচ্ছেন বলে সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে। দূতাবাসের অনুসন্ধানে জানা গেছে, এ সকল ক্ষেত্রে অনেক সময় প্রবাসীরা আইন-শৃঙ্খলাবাহিনীর বিভিন্ন প্রশ্নের যথাযথ জবাব দিতে ব্যর্থ হন। তাই দূর-দূরান্ত থেকে আগত প্রবাসীদের এ ধরনের অনাকাক্সিক্ষত হয়রানি এড়াতে দূতাবাস হতে একটি প্রত্যয়নপত্র প্রদান করা হচ্ছে।
×