ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ঐক্য গড়তে আওয়ামী লীগ ভয় পায় ॥ নোমান

প্রকাশিত: ০৪:১৯, ৬ আগস্ট ২০১৬

জাতীয় ঐক্য গড়তে আওয়ামী লীগ  ভয় পায় ॥ নোমান

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ জাতীয় ঐক্য গড়তে ভয় পায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, জাতীয় ঐক্য গড়ে উঠলে সরকারকে সকল অগণতান্ত্রিক কার্যক্রম বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। এ কারণেই আওয়ামী লীগ জাতীয় ঐক্য চায় না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ সকল কারাবন্দী ছাত্রদল নেতাকর্মীর মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রদল ঢাকা মহানগর (পূর্ব) এ আলোচনা সভার আয়োজন করে। নোমান বলেন, বর্তমান সরকার ভারতকে খুশি করার জন্য কাজ করে। এ জন্য দেশের সকল মানুষ পরিবেশ ধ্বংসকারী রামপাল বিদ্যুত কেন্দ্র স্থাপনের বিরোধিতা করলেও সরকার এ কাজ চালিয়ে যাচ্ছে। কোন বিষয়েই সরকার জনগণের কাছে সফলতা নিয়ে যেতে পারে না। তিনি বলেন, জঙ্গীবাদ শুধু পুলিশের অস্ত্র দিয়ে দমন করা যাবে না। এই মতবাদকে পাল্টা মতবাদ দিয়ে মোকাবেলা করতে হবে। কিন্তু সরকার সে পথে না হেঁটে, অস্ত্রের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলাই রাজনৈতিক। তাই মামলাগুলো রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে নোমান বলেন, পুলিশ এবং ছাত্রলীগের হাত খালি নেই। কিন্তু আমাদের হাত খালি। তাই খালি হাতেই আগামী দিনে আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে। অতীতে খালি হাতের মনোবল নিয়েই বড় বড় আন্দোলনে আমরা সফল হয়েছি। ছাত্রদলের ঢাকা মহানগর (পূর্ব)-এর সভাপতি এনামূল হক এনামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল খায়ের ভূইয়া, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সহসভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ। জঙ্গীবাদের কথা বলে সরকার অপকর্ম আড়াল করতে চায়- শাহ মোয়াজ্জেম ॥ জঙ্গীবাদের কথা বেশি বেশি বলে সরকার অপকর্ম আড়াল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×