ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুর্বৃত্তের হামলায় আহত ছাত্রের ৮ দিন পর মৃত্যু

প্রকাশিত: ০৪:১৮, ৬ আগস্ট ২০১৬

দুর্বৃত্তের হামলায় আহত ছাত্রের ৮ দিন পর মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্বৃত্তের হামলায় আহত হয়ে টানা এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন রাজশাহী অগ্রণী স্কুল এ্যান্ড কলেজের মেধাবী ছাত্র ফারহান খন্দকার স্বাক্ষর। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ রামেক হাসপাতালে তার মৃত্যু হয়। স্ব^াক্ষর নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকার মোস্তফা কামাল বাবলুর ছেলে। গত ২৮ জুলাই দুর্বৃত্তের হামলার পর থেকে অচেতন অবস্থায় রামেক হাসপাতালে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন স্বাক্ষর। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা যায়, গত ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে একদল দুর্বৃত্ত স্বাক্ষরকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত হন তার সহপাঠী একাদশ শ্রেণীর শিক্ষার্থী তারিক জামিলও। স্কুলে সবুজায়ন কর্মসূচী উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস ২০১৬ উদযাপনের অংশ হিসেবে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির জন্য বৃহস্পতিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রইছউল আলম ম-ল প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগরের ১০০টি স্কুলে শব্দ সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন, অক্সিজেন ব্যাংক স্থাপন ও স্কুলে সবুজায়ন কর্মসূচীর উদ্বোধন করেন। পরিবেশ অধিদফতর গ্রিন সেভার্স ও সেভ দ্য চিলড্রেনস প্রোগ্রামের সহযোগিতায় এ অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম। উপস্থিত ছিলেন স্কুল কর্মসূচীর আহ্বায়ক ও পরিবেশ অধিদফতরের উপপরিচালক আবুল কালাম আজাদ, গ্রিন সেভার্স’র সভাপতি আহসান রনি, সেভ দ্য চিলড্রেন’র সিনিয়র ম্যানেজার সৈয়দ মতিউল আহসান প্রমুখ। Ñবিজ্ঞপ্তি দাকোপে লবণসহিষ্ণু জাতের পাট চাষে সফলতা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার দাকোপ উপজেলার চারটি ইউনিয়নে লবণাক্ত এক ফসলি জমিতে পরীক্ষামূলকভাবে লবণসহিষ্ণু জাতের পাট চাষ করে সফলতা এসেছে। জমিতে পাটের ফলন দেখে স্থানীয়রা উৎসাহিত হচ্ছে। ওই এলাকার লবণাক্ত জমিতে আগামী বছর থেকে অধিক পরিমাণে লবণসহিষ্ণু জাতের পাটের চাষ করা হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ পাট গবেষণা ইন্সস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত পাটের লবণসহিষ্ণু জাত সি-১২২২১, সি-২৫৯৩, সি-৩৪৭৩, সি-১২০৩৩ এর পরীক্ষামূলক চাষ দাকোপের মাটিতে সফল হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর দাকোপ, খুলনার সহযোগিতায়, উপজেলার পানখালী, দাকোপ, বাজুয়া ও বানীশান্তা ইউনিয়নের ৫০ চাষী পরীক্ষামূলকভাবে লবণসহিষ্ণু পাটের চাষ করেন। হলের ফলক উন্মোচন বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রদের আবাসিক ঈশা খাঁ হলের নাম ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে নাম ফলক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর। উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. আলমগীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন। বিয়েপাগল প্রতারক গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কখনও প্রধানমন্ত্রীর দফতরের কর্মচারী, কখনও সংস্থাপন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী, আবার কখনও ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা পরিচয়ে একাধিক বিয়ে করা প্রতারক সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪০) এবার সপ্তমবারের মতো বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এই প্রতারক কোথাও আবার সাগর খান হিসেবেও পরিচিত। বৃহস্পতিবার রাতে ডিমলায় এক কলেজছাত্রীকে বিয়ে করতে এলে এই প্রতারক গ্রেফতার হয়।
×