ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

প্রকাশিত: ০৪:১৭, ৬ আগস্ট ২০১৬

মাদারীপুরে স্বামী  হত্যার অভিযোগে  স্ত্রী আটক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৫ আগস্ট ॥ শিবচরে সৌদি প্রবাসী স্বামী হুকুম আলীকে হত্যার অভিযোগে স্ত্রী লতুফা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের দোতরা গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়। এলাকাবাসী ও শিবচর থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের মৃত জাহেদ আলী হাওলাদারের ছেলে হুকুম আলীর সঙ্গে প্রায় ৩০ বছর আগে লতুফা বেগমের বিয়ে হয়। হুকুম আলী সতের বছর সৌদি আরবে বসবাস করতেন। গত ঈদ-উল-ফিতরের এক দিন পরে তিনি বাড়ি আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মধ্যে তার লাশ পাওয়া যায়। জকিগঞ্জে একবছর সাব-রেজিস্ট্রার নেই স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ জকিগঞ্জ উপজেলায় এক বছর যাবত সাব-রেজিস্ট্রার না থাকায় জনসাধারণকে সমস্যা পোহাতে হচ্ছে। বিয়ানীবাজার উপজেলার সাব-রেজিস্ট্রার লোকমান আহমদ সপ্তাহে দু’দিন জকিগঞ্জে এসে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করার কথা থাকলেও তিনি মাসে দুই-তিন দিন আসেন। এতে রেজিস্ট্রি কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে। নিয়মিত সাব- রেজিস্ট্রার না থাকার অজুহাতে দলিল রেজিস্ট্রিতে জমির ক্রেতা বিক্রেতাদের অতিরিক্ত টাকা খরচ করতে হয়। জমি রেজিস্ট্রি ছাড়াও নানান কাজে প্রতিদিন লোকজন রেজিস্ট্রি অফিসে এসে ভোগান্তি পোহাচ্ছেন। প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি ফেসবুকে ॥ গ্রেফতার ৫ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৫ আগস্ট ॥ কচুয়ায় ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি ও কটুক্তিমূলক স্ট্যাটাসের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে চাঁদপুর ডিবি পুলিশ। জানা গেছে, উপজেলার আশ্রাফপুর ই্উনিয়নের জগতপুর মিজী বাড়ির এম.এ মোতালেব মিজী তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আইন শৃঙ্খলার অবনতির অপচেষ্টা, অশ্লীল ও মনাহানিকর তথ্য প্রকাশ করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর হলে গত ২৮ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে। দীর্ঘ অনুসন্ধান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের ডিবি পুলিশ এম এ মোতালেবকে কুমিল্লা কোটবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে মোতালেবের স্ট্যাটাসের উপর মন্তব্য করায় কচুয়ার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত মতিন, কামাল হোসেন, নূরে আলম ও বাবুলকে গ্রেফতার করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করে।
×