ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারাইল-গোয়ালন্দ সড়কের ১৫০ ফুট আড়িয়াল খাঁয়

প্রকাশিত: ০৪:১৬, ৬ আগস্ট ২০১৬

তারাইল-গোয়ালন্দ  সড়কের ১৫০ ফুট আড়িয়াল খাঁয়

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ আগস্ট ॥ গোয়ালন্দ-তারাইল সড়কের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগাবাজার এলাকায় ১৫০ ফুট অংশ আড়িয়াল খাঁ নদে বিলীন হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল। এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় সারারাতের পরিশ্রমে ভাঙ্গন ঠেকানো সম্ভব হয়েছে। ভাঙ্গা উপজেলার দরগাবাজার সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওই এলাকার বাসিন্দা হেলালউদ্দিন মাস্টার জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে পূর্বদিক থেকে প্রবল বাতাস শুরু হয়। সঙ্গে সঙ্গেই নদীর পানি গুলিয়ে পাক দিয়ে ওঠে সড়কের অংশে আছড়ে পড়লে সড়কের ওই বিশাল অংশটি প্রচ- শব্দে নদীতে বিলীন হয়ে যায়। এ ভাঙ্গনে ওই এলাকায় আড়িয়াল খাঁ নদে ২৪ ফুট প্রস্তের গোয়ালন্দ-তারাইল সড়কের ১৫ ফুট প্রস্ত হয়ে সড়কের ১৫০ ফুট অংশ প্রায় ৩০ ফুট গভীরে ধসে পড়ে।
×