ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী-সন্ত্রাস রোখার আহ্বান, মিছিল-সমাবেশ অব্যাহত

প্রকাশিত: ০৪:১৫, ৬ আগস্ট ২০১৬

জঙ্গী-সন্ত্রাস রোখার আহ্বান, মিছিল-সমাবেশ অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। শুক্রবারও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সমাবেশ, মানববন্ধন করেছে। এতে বক্তারা জঙ্গীবাদ রোখার আহ্বান জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বগুড়া ॥ শেরপুরে শুক্রবার বিকেলে সাহিদা কামিল মাদ্রাসা মাঠে কমিউনিটি পুলিশের জঙ্গী ও সন্ত্রাসবিরোধী সমাবেশ হয়। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন রাজশাহী রেঞ্জের পুশিশের ডিআইজি খুরশিদ হোসেন। প্রধান অতিথি এলাকার মানুষকে জঙ্গীবিরোধী মনোভাব গড়ে তুলে সচেতন হওয়ার আহ্বান জানান। সমাবেশে সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে জঙ্গীদের উৎখাতে একযোগে কাজ করার একাত্মতা প্রকাশ করে। যশোর ॥ জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নাটুয়াপাড়া আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ আব্দুর রশিদ। সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। সাতক্ষীরা ॥ ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দাও’ এই সেøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গীবিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে তালা উপজেলার পাটকেলঘাটা থানার চৌরঙ্গী মোড় চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কুমিরা মহিলা কলেজের অধ্যাপক আসাদুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, ঘোষ সনৎ কুমার, বিশ^জিত সাধু, মীর আবুল কালাম আজাদ, ইন্দ্রজিৎ সাধু প্রমুখ। বক্তারা এ সময় জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ঠাকুরগাঁও ॥ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আবু হারেছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী, জেলা সমিতির সাধারণ সম্পাদক কমল কুমার রায়, উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র রায় প্রমুখ। এদিকে ‘ইসলাম চরমপন্থী ও সন্ত্রাসের বিরোধী, মুসলিম সন্ত্রাসী বা জঙ্গী হতে পারে না’ এই সেøাগানকে সামনে রেখে জঙ্গীবাদ রুখে দেয়ার প্রত্যয়ে হাতে হাতে মিলিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা শাখা জমঈয়তে আহ্লে হাদীস। শুক্রবার জুমার নামাজের পরে শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচীতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবীগণ অংশ নেন। মোহনগঞ্জ, নেত্রকোনা ॥ মোহনগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শুক্রবার জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় পৌরশহরের শহীদ আলী উছমান শিশুপার্কের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি রইস মনরম, সাধারণ সম্পাদক তাপস সরকার, সহসাধারণ সম্পাদক বিকাশ দাস, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সহসভাপতি সুলতান আহমেদ, নারী নেত্রী তাহমিন সাত্তার প্রমুখ।
×