ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধসে ঘটতে পারে বড় ধরনের ঘটনা মাগুরা পৌরসভার একাধিক বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০৪:০৭, ৬ আগস্ট ২০১৬

ধসে ঘটতে পারে বড় ধরনের ঘটনা মাগুরা পৌরসভার একাধিক বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৫ আগস্ট ॥ মাগুরা পৌরসভার মালিকানাধীন একাধিক বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যবহার অনুপোযোগী ঘোষণা করেছে। ভূমিকম্পে বা এমনিতেই এসব ভবন ধসে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। দ্রুত এসব ভবন ত্যাগ করার জন্য পৌরসভা ব্যবসায়ীদের নোটিস দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। জানা গেছে, ১৯৯৪ সালে মাগুরা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী এলাকায় দুটি তিনতলা ও জামে মসজিদ রোড এবং জুতাপট্টিতে দুই তলাবিশিষ্ট দুটি বাণিজ্যিক ভবন নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। এসব ভবনে এক ও দ্বিতীয় তলায় দুই শতাধিক ব্যবসায়ী দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছেন। তৃতীয় তলা ভাড়া নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন তাদের অফিস স্থাপন করেছে। পৌরসভার মালিকানাধীন এ মার্কেটগুলো নির্মাণ ত্রুটি, নিম্নমানের সামগ্রী ব্যহারের কারণে দুই দশক যেতে না যেতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নির্মাণের ৫-৬ বছরের মাথায় ভবনের মূল আরসিসি কলাম, ছাদ ও সিঁড়ির বিভিন্ন স্থানে ব্যাপক ফাটল দেখা দেয়। ছাদসহ অধিকাংশ জায়গা থেকে বালু, খোয়া ভেঙ্গে পড়তে থাকে। জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে তারা ব্যবসা করছেন। এ অবস্থায় চলতে থাকলে ভূমিকম্প ছাড়াই এমনিতেই ভবন ধসে শত শত মানুষের প্রাণহানির ঘটনা ঘটবে। তবে পৌরসভা নোটিস দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দায় সেরেছে। জেলা বণিক সমিতির আহ্বায়ক মুন্সী হুমায়ন কবীর রাজা জানান, পৌরসভার সব মার্কেটের অবস্থা শোচনীয়। নির্মাণের পর ২০ বছর পার হলেও জরাজীর্ণ ভবনগুলো মেরামত পর্যন্ত করা হয়নি। চৌরঙ্গী পৌর মাকের্টে জেলা বণিক সমিতির অফিস ছিল। কিন্তু প্রাণভয়ে তারা সে অফিসে আর যান না। মাগুরা পৌরসভার প্রকৌশলী সাইফুল ইসলাম হীরক জানান, ২০১৩ সাল থেকে তিন দফায় পৌর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ মার্কেট ব্যবহার না করার জন্য নোটিস দিয়েছে। একই সঙ্গে মাকের্টগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে কিন্তু ব্যবসায়ী বা ব্যবহারকারীরা বিষয়টি আমলে নেননি। পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল পরবর্তী অর্থবছরে ঝুঁকিপূর্ণ মাকের্টগুলো ভেঙ্গে নতুন ভবন নির্মাণের চেষ্টা চালাচ্ছেন।
×