ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অন্যরকম

বন্যার রহস্য উন্মোচন

প্রকাশিত: ০৪:০১, ৬ আগস্ট ২০১৬

বন্যার রহস্য উন্মোচন

চীনের পীত নদীতে খ্রিস্টপূর্ব ১৯০০ সালের দিকে যে ভয়াবহ বন্যা হয়েছিল তার কারণ এতদিন বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। বন্যা অঞ্চল থেকে সংগ্রহ করা শিলাখ- বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এবার বন্যার কারণ সম্পর্কে জানতে পেরেছেন। তারা বলছেন, আকস্মিক ভূমিধসের ফলে পীত নদীর গতিপথ রুদ্ধ হয়ে পড়ায় ওই বন্যা হয়েছিল। প্রচণ্ড বেগে পানির তোড়ে আশপাশের ও সব এলাকা ভেসে গিয়েছিল। তাইওয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা এ বিষয়ে যৌথভাবে সমীক্ষাটি চালিয়েছেন। বন্যার সময় পীত নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৫০ মিটার উঁচু দিয়ে প্রবাহিত হয়। সম্রাট ইউয়ের শাসনামলে ওই দুর্যোগটি ঘটে। তিনি চীনের জিয়া রাজবংশের প্রথম সম্রাট। -বিবিসি বন ধ্বংস নিষিদ্ধ ওয়ার্ল্ড হেরিটেজ হওয়া সত্ত্বেও সুন্দরবনকে যখন চোরাশিকারিদের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না, তখন নিঃশব্দে বিপ্লবই ঘটিয়ে ফেলছে নরওয়ে। দেশটির পার্লামেন্ট সোমবার সিদ্ধান্ত নিয়েছে, দেশের কোথাও কোন বনাঞ্চল আর কাটা হবে না। উদ্দেশ্য, পরিবেশকে ‘কার্বন নিউট্রাল’ অবস্থায় ফিরিয়ে আনা। আরও ঘোষণা করা হয়Ñ বনাঞ্চল রক্ষা করে ২০৩০ সালের মধ্যে বাতাসের কার্বন-ডাই-অক্সাইডকে স্বাভাবিক অবস্থায় ফেরানো হবে। নরওয়ের আগে পৃথিবীর আর কোন দেশ এমন সিদ্ধান্ত নিতে পারেনি। -এই সময়
×