ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইএস দুর্বল, কিন্তু এখনও হুমকি ॥ ওবামা

প্রকাশিত: ০৪:০০, ৬ আগস্ট ২০১৬

আইএস দুর্বল,  কিন্তু এখনও  হুমকি ॥  ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক ও সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের বিরুদ্ধে সাফল্য এসেছে। তবে আইএস এখনও হুমকি বলে সতর্ক করেছেন তিনি। খবর এএফপির। বৃহস্পতিবার পেন্টাগনে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ওবামা বলেন, আইএস অনেক এলাকায় পরাজিত হয়ে এখন বিদেশে হামলার পরিকল্পনা করছে। তিনি বলেন, একা এসে কিংবা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে তারা মানুষ হত্যা করতে পারে এবং এটাই সত্য। এছাড়া যুক্তরাষ্ট্রে তাদের নেটওয়ার্ক সক্রিয় হতে পারে। ওবামা পৃথকভাবে গত জানুয়ারিতে আমেরিকার কয়েদিদের মুক্তি দিতে মুক্তিপণ বাবদ ইরানকে ৪০ কোটি ডলার দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন। ওবামা বলেন, আইএস অপরাজেয় নয়। তারা অবশ্যই পরাজিত হবে। সিরিয়ার রাকা ও ইরাকের মসুলে আইএসের শক্ত ঘাঁটি রয়েছে। এগুলো শীঘ্রই তারা হারাবে। তিনি বলেন, সারাবছর ধরে সিরিয়া ও ইরাকে আইএস বড় ধরনের কোন সফল অভিযান চালাতে পারেনি। তবে তারা ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আইএস যুক্তরাষ্ট্র বা ন্যাটো অংশীদারদের পরাজিত করতে পারবে না। তবে তিনি সতর্কবাণী করেন, যুক্তরাষ্ট্রের নেতারা নির্বিচারে বেসামরিক লোক হত্যা এবং যুক্তরাষ্ট্রে যারা ঢুকবে তাদের ধর্মীয় পরীক্ষা শুরু করার মতো ‘খারাপ সিদ্ধান্ত’ নিলে ওয়াশিংটন নিজেই পরাজিত হতে পারে।
×