ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে তালেবানের হাতে ৬ পাকিস্তানীসহ ৭ জন জিম্মি

প্রকাশিত: ০৩:৫৯, ৬ আগস্ট ২০১৬

আফগানিস্তানে তালেবানের হাতে ৬ পাকিস্তানীসহ ৭ জন জিম্মি

পাকিস্তানের একটি হেলিকপ্টার বৃহস্পতিবার আফগানিস্তানে জরুরী অবতরণ করলে তালেবান এর সাত আরোহীকে জিম্মি করে। পাঞ্জাবের প্রাদেশিক সরকারের মালিকানাধীন হেলিকপ্টারটি পেশোয়ার থেকে উজবেকিস্তানের বুখারা শহরে যাচ্ছিল। যান্ত্রিক সমস্যা দেখা দেয়ায় সেটি আফগানিস্তানের লোগার প্রদেশের আজরা অঞ্চলে জরুরী অবতরণ করতে বাধ্য হয়। তালেবান পরে হেলিকপ্টারটিতে আগুন ধরিয়ে দেয়। খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের। হেলিকপ্টারটি পাকিস্তানের সামরিক বাহিনীর ছিল বলে আফগানিস্তানের টোলো বার্তাসংস্থা জানিয়েছে। অপহৃতদের উদ্ধারের জন্য পাক সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ আফগানিস্তানের কমান্ডার রেসুলুট সাপোর্ট মিশনের জেনারেল জন নিকলসনের সঙ্গে যোগাযোগ করেছেন। নিকলসন এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে পাক সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিম বাজওয়া জানিয়েছেন। আফগানিস্তানে মার্কিন সৈন্যদের যে দলটি এখন রয়েছে সেটি রেসুলুট সাপোর্ট মিশনের দায়িত্ব পালন করছে। অপহৃত সাত জনের মধ্যে ছয়জনই পাকিস্তানী যাদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও রয়েছেন। এছাড়া রয়েছেন হেলিকপ্টারটির রুশ চালক। হেলিকপ্টারটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে না জরুরী অবতরণ করতে গিয়ে তাতে আগুন ধরে যায় এ বিষয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীর কেউ কেউ বলেছেন, নামার সময় তাতে আগুন ধরে যায়। হেলিকপ্টারটি সার্ভিসিং করার জন্য উজবেকিস্তান পাঠানো হচ্ছিল বলে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন। তালেবান শুক্রবার তাদের সাত হেলিকপ্টার আরোহীকে নিজেদের হেফাজতে নেয়ার কথা জানিয়েছে। লোগার প্রদেশের তালেবান কমান্ডার জানিয়েছেন, অপহৃত সাত জন ভাল আছেন। তাদের বিষয়ে কি করা হবে তালেবান শীর্ষ নেতৃত্ব সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান। ডন জানিয়েছে, হেলিকপ্টারের সাত ক্রুর সবাই বেঁচে গেছে। এক রুশ ইঞ্জিনিয়ার হেলিকপ্টারটিতে ছিলেন। তিনিও দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আফগান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি শুক্রবার সকালে অপহৃত সাত ব্যক্তিকে উদ্ধার প্রচেষ্টা শুরু করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। গনির বিশেষ দূত ওমর জাখিওয়াল দেশটিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে একথা জানিয়েছেন।
×