ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার দেশীয় সন্ত্রাসবিরোধী জোট গঠনের উদ্যোগ চীনের

প্রকাশিত: ০৩:৫৯, ৬ আগস্ট ২০১৬

চার দেশীয় সন্ত্রাসবিরোধী  জোট গঠনের উদ্যোগ চীনের

চীন পাকিস্তান, আফগানিস্তান ও তাজিকিস্তানের সঙ্গে সন্ত্রাসবিরোধী জোট গঠন করবে। বেজিং বলছে, চীনে ক্রমবর্ধমান জঙ্গী হুমকি রয়েছে এবং এ হুমকি মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেজিং সমন্বয় বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর ওয়েবসাইটের। ক্ষমতাধর কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য ফাং ফেংগুই বুধবার পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে তার প্রতিপক্ষদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কর্মকর্তারা বলেছেন, এ অঞ্চলে তারা ইসলামপন্থী জঙ্গীদের বিরুদ্ধে লড়ছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া জানায়, এ চারটি দেশ মনে করে আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি সন্ত্রাস ও চরমপন্থার মারাত্মক হুমকি রয়েছে এবং তারা গোয়েন্দা অংশীদারিত্ব ও প্রশিক্ষণে চার দেশীয় এক কৌশল প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। সংবাদ সংস্থা জানায়, সকল পক্ষই দৃঢ়তার সঙ্গে এ কথা পুনর্ব্যক্ত করেছে যে, তারা এ হুমকি মোকাবেলায় সহযোগিতা করবে এবং সকল সদস্য রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে। আফগান সেনাবাহিনী প্রধান জেনারেল কদম শাহ শাহিম, পাকিস্তানউ সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ ও তাজিকিস্তানী সশস্ত্রবাহিনীর প্রধান মেজর জেনারেল ইএ কবিদরজোদা এ বৈঠকে অংশগ্রহণ করেন। ইসলামপন্থী গ্রুপ ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের (ইটিআইএম) বিরুদ্ধে লড়াইয়ের প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য আফগান সেনাপ্রধান শাহিমকে চীনের প্রতিরক্ষামন্ত্রী এ সপ্তাহে ধন্যবাদ জানানোর পর বৈঠকটি অনুষ্ঠিত হয়। চীন বলে আসছে জঙ্গী ইটিআইএম জিনজিয়াংয়ে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। চীন দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে যে, অস্থিতিশীলতা মুসলিম উইঘুর অধ্যুষিত সহিংসতাপ্রবণ জিনজিয়াংয়ে ছড়িয়ে পড়বে। সেখানে সাম্প্রতিক বছরগুলোতে বিক্ষোভ ও সহিংসতায় নিহত হয়েছে কয়েক শ’ লোক। বেজিং এ অসন্তোষের জন্য দায়ী করেছে চরমপন্থীদের।
×