ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লন্ডনে হামলাকারী সোমালি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক

প্রকাশিত: ০৩:৫৯, ৬ আগস্ট ২০১৬

লন্ডনে হামলাকারী সোমালি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক

লন্ডনের রাসেল স্কয়ারে বুধবারের ছুরি হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। হামলাকারী সোমালি বংশোদ্ভূত ১৯ বছর বয়স্ক নরওয়ের নাগরিক। তার নাম জাকারিয়া বুলহান। খবর টেলিগ্রাফ অনলাইনের। মার্কিন পর্যটক ডারলেন হোরটন (৬৪) বুধবার রাতে ছুরিকাঘাতে নিহত হওয়ার পর হত্যাকারী সন্দেহে বুলহানকে গ্রেফতার করা হয়। ছুরি হামলায় ৫ জন আহত হয়। এ হামলার ঘটনা প্রাথমিকভাবে সন্ত্রাসসম্পৃক্ত বলে মনে করা হয়। সন্দেহভাজন ব্যক্তি ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ বলেছে, তারা মনে করেনÑ চরমপন্থার চেয়ে মানসিক সমস্যা রয়েছে হামলাকারীর এবং তা তদন্ত করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার সার বার্নার্ড হোগান হাও সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের ব্যবহার্য নতুন সাজ-সরঞ্জামের ব্যাপারে আস্ফালন দেখানোর ঠিক কয়েক ঘণ্টা পর ছুরি হামলার ঘটনা ঘটে। তিনি লন্ডনবাসীর উদ্দেশে এও বলেছিলেন যে, রাজধানীকে হামলামুক্ত করা সময়ের ব্যাপার মাত্র। তার এ সতর্কতা ব্যক্ত করার ঠিক কয়েক ঘণ্টা পর মধ্য লন্ডনে গণছুরি হামলার ঘটনা ঘটে। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন সশস্ত্র কর্মকর্তারা এবং ‘তাসের’ অস্ত্রের সাহায্যে হামলাকারীকে কাবু করে গ্রেফতার করেন। কর্মকর্তারা বৃহস্পতিবার প্রত্যয়ের সঙ্গে বলেছেন যে, হামলাকারী চরমপন্থী বা হামলার সময় মানসিক সমস্যায় ভুগছিলÑ এ ধরনের কোন প্রমাণ নেই। এর পরই মধ্যাহ্নভোজের আগেই কিছুটা মনে হতে থাকে যে, হামলার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে সন্ত্রাসের। কিন্তু এ হামলার পর মানুষের মধ্যে উত্তেজনা ও ভীতির সৃষ্টি হয়েছে, যা পুরো দেশে বিস্তৃত হচ্ছে। মিসেস হোরটন ফ্লোরিডা অঙ্গরাজ্যের অধ্যাপক তার স্বামীকে নিয়ে লন্ডনে গ্রীষ্ম কাটাতে এসেছিলেন। পাকস্থলিতে ছুরিকাঘাতে আহত হাসপাতালে চিকিৎসাধীন ব্রিটিশ নাগরিকের অবস্থা মারাত্মক পর্যায়ে কিন্তু অবস্থার পরিবর্তন নেই।
×