ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাবি সাবেক সদস্যের

ইংল্যান্ডসহ তিন দেশে একযোগে হামলা চালাতে চায় আইএস

প্রকাশিত: ০৩:৫৮, ৬ আগস্ট ২০১৬

ইংল্যান্ডসহ তিন দেশে একযোগে হামলা চালাতে চায় আইএস

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ব্রিটেনে শিক্ষাপ্রাপ্ত সাবেক এক সদস্য সংগঠনটি একই সঙ্গে ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানিতে হামলার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। কিন্তু সংগঠনটি যুক্তরাজ্যভিত্তিক জিহাদি সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে। জার্মানিতে জন্ম নেয়া ওই অপরাধী হ্যারি সারফো। আইএস জিহাদিদের পক্ষে যুদ্ধ করতে তিনি কিভাবে সিরিয়ায় গিয়েছিলেন তা জানিয়েছেন, কিন্তু সন্ত্রাসী হামলা চালাতে তাকে সিরিয়া থেকে ইউরোপে ফিরে আসতে বলা হয়। খবর টেলিগ্রাফ ও নিউইয়র্ক টাইমসের। সারফো বর্তমানে জার্মানির ব্রেমেনের কড়া প্রহরাধীন কারাগারে দ- ভোগ করছেন এবং তিনি সেখানেই নিউইয়র্ক টাইমসকে সোমবার এক সাক্ষাতকার দিয়েছেন। পশ্চিমা দেশগুলোতে আইএস কিভাবে হামলার পরিকল্পনা করছে তা সাক্ষাতকারে তুলে ধরেন সারফো। আইএসের একটি গুপ্তচর ইউনিট রয়েছে, যা আরবিতে ‘ইমনি’ নামে পরিচিত। এই ইউনিটটি সংগঠনের অভ্যন্তরীণ পুলিশ বাহিনী ও বিদেশী অপারেশন শাখার সমন্বয়ে গঠিত, যাদের একমাত্র কাজ বিদেশে সন্ত্রাসবাদ রফতানি করা। টাইমসের হাতে পাওয়া ফরাসী, বেলজীয়, জার্মান ও অস্ট্রীয় হাজার হাজার পৃষ্ঠার গোয়েন্দা তথ্যের বরাতে একথা জানা গেছে। প্যারিসে আইএসের ১৩ নবেম্বরের হামলার মাধ্যমে সংগঠনটির বিদেশী সন্ত্রাসী নেটওয়ার্ক বিশ্বের মনোযোগ কাড়ে। সংগঠনটি দুই বছর আগে থেকেই বিদেশে যোদ্ধা পাঠানো শুরু করে। সিরীয় সীমান্তের বাইরে সন্ত্রাসকে ছড়িয়ে দিতে আইএসের পরিকল্পনার বিষয়টি আরও ব্যাপকমাত্রায় প্রকাশ পেয়েছে সারফো ও আটক অন্য রিক্রুটদের বর্ণনায়। তারা জানিয়েছেন, আইএসের সামগ্রিক কমান্ডের সবচেয়ে সিনিয়র সিরীয় অপারেটিভ, মুখপাত্র ও প্রচারণা প্রধান আবু মোহাম্মদ আল-আদনানির অধীনে কয়েক স্তরের গুপ্তচর দল রয়েছে। তার নিচের কয়েকজন সহকর্মীকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হামলার পরিকল্পনা করার ক্ষমতা দেয়া হয়েছে। এই গুপ্তচর দলগুলোর মধ্যে রয়েছে ইউরোপ, এশিয়া এবং আরব বিষয়ক পৃথক পৃথক দল। পশ্চিমাদের বিরুদ্ধে অন্তত ১০টি ভয়াবহ হামলা পরিচালনা ও সমন্বয় করেছে আইএসের একটি বিশেষ ইউনিট। এছাড়া এই ইউনিটের পক্ষে কাজ করছিলেন এমন ৩০ জনেরও বেশি সদস্যকে হামলা চালানোর আগেই আটক করা হয়েছে। সারফো সাক্ষাতকারে বলেছেন, আইএস কমান্ডাররা ইউরোপের বিভিন্ন দেশে একই সময়ে একসঙ্গে হামলা পরিচালনা করতে চান। সারফো সিরিয়ায় পৌঁছার পরপরই আইএস নেতারা তাকে ইউরোপে ফিরে যাওয়ার নির্দেশ দেন। তিনি জানান, তারা বলেন, তুমি কি জার্মানিতে ফিরে যেতে আপত্তি করবে, কারণ এই মুহূর্তে এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তারা একই সময়ে ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্সে হামলা করতে চান। ইংল্যান্ড ও জার্মানিতে আইএসের অনেক সদস্য রয়েছেন। তবে তাদের মধ্যে অনেকেই হামলায় অংশ নেয়ার আগেই ভয় পেয়ে পালিয়ে যান। সারফো বলেন, আইএস কমান্ডাররা আমাকে বলেছেন, জার্মানিতে তেমন বেশি লোক নেই যারা এই কাজ করতে চান। প্রথমদিকে অনেকেই হামলায় অংশ নিতে চাইলে পরে ভয়ে অনেকেই সরে পড়েছে। সারফো আরও জানান, আইএস এমন লোককেই রিক্রুট করতে চায়, যারা এর আগে পশ্চিম ইউরোপে কোন অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামে সংঘটিত হামলাগুলোর দায় স্বীকার করেছে আইএস।
×