ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনমত সমীক্ষায় হিলারি ১৫ শতাংশ এগিয়ে

‘সন্ত্রাসী দেশ’ থেকে শরণার্থী আসা নিষিদ্ধ করব ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৩:৫৮, ৬ আগস্ট ২০১৬

‘সন্ত্রাসী দেশ’ থেকে শরণার্থী আসা নিষিদ্ধ করব ॥ ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প এবার অভিবাসীদের টার্গেট করে আক্রমণ শুরু করেছেন। বৃহস্পতিবার মেইন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে এক নির্বাচনী জনসমাবেশে তিনি বলেছেন, সোমালিয়া ও অন্যান্য ‘সন্ত্রাসী দেশ’ থেকে শরণার্থী আগমন নিষিদ্ধ করতে হবে। এবারের নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন। তার ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ হিলারি ক্লিনটন জনমত সমীক্ষায় ১৫ শতাংশ এগিয়ে গেছেন বলে জানা গেছে। খবর এএফপি ও পিটিআই অনলাইনের। পোর্টল্যান্ডের ওই জনসভায় ট্রাম্প বলেন, ‘আগামী নির্বাচনে আপনারা আমাকে প্রেসিডেন্ট নির্বাচন করলে সন্ত্রাসী দেশগুলো থেকে শরণার্থী আসা আমি বন্ধ করে দেব। এরা কারা, এদের সম্পর্কে আপনাদের কোন ধারণাই নাই। এই শরণার্থীরাই হয়ে উঠতে পারে সময়ের ট্রোজান হর্স। তাদের আগমনের ধারা অবশ্যই থামাতে হবে।’ অভিবাসী বিরোধিতা ছিল ট্রাম্পের নির্বাচনের প্রধান ইস্যু। দলীয় নমিনেশন প্রতিযোগিতায় শুরু থেকেই অভিবাসী আগমনের বিরুদ্ধে বলে এসেছেন ট্রাম্প। তিনি এ কথাও বলেছেন যে, আইএস জঙ্গীরা শরণার্থীর বেশে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারে। তিনি উদাহরণস্বরূপ যুদ্ধবিধ্বস্ত দেশ সোমালিয়া থেকে আসা শরণার্থীদের উদাহরণ দিয়েছেন। মেইনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় হাজার হাজার সোমালি শরণার্থী রয়েছে। সবচেয়ে বেশি সোমালি শরণার্থী রয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যে। শরণার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অঙ্গরাজ্যটির এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। ট্রাম্প মনে করেন, এ কারণে সেখানে বেকারত্বের হার বেশি এবং সন্ত্রাসী গ্রুপগুলোর জন্য কর্মী সংগ্রহের উৎস হিসেবে এ জায়গাগুলো ব্যবহৃত হতে পারে। ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, মরক্কো, ফিলিপিন্স, সোমালিয়া ও সিরিয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এসব দেশ থেকে আসা শরণার্থীদের কেউ কেউ সহিংস হামলার চেষ্টা বা পরিকল্পনাকালে আটক হয়েছে। তিনি বলেন, ‘আমরা এসব জানোয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবই।’ গত ডিসেম্বরে তিনি মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেন। ট্রাম্প আরও অভিযোগ করেন, ‘বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা যত শরণার্থী আসতে দিয়েছেন হিলারি তার চেয়েও বেশি শরণার্থী আসতে দিতে চান। আপনারা এসব সমস্যার মুখোমুখি হবেন, যা আগে কখনও হননি। এদিকে সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে হিলারি ট্রাম্পের চেয়ে ১৫ শতাংশে এগিয়ে গেছেন। ম্যাকক্লাচি-মারিস্টেও করা জরিপে হিলারির প্রতি জনসমর্থন ৪৮ ও ট্রাম্প ৩৩ শতাংশ বলে দেখা গেছে। গত মাসেও এ ব্যবধান ছিল ৪২-৩৯ শতাংশ।
×