ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাজবাস্টন টেস্ট

আজহারের শতকে ভাল অবস্থানে পাকিরা

প্রকাশিত: ০৯:০৬, ৫ আগস্ট ২০১৬

আজহারের শতকে ভাল অবস্থানে পাকিরা

স্পোর্টস রিপোর্টার ॥ বোলারদের সাফল্যের পর ব্যাটসম্যানরাও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। সে কারণে বার্মিংহামের এ্যাজবাস্টনে চলমান সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনশেষে বেশ ভাল অবস্থানে চলে গেছে সফরকারী পাকিস্তান। দিনশেষে আজহার আলীর সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৫৭ রান তুলেছে তারা। অবশ্য এখনও ৪০ রানে পিছিয়ে আছে পাকিরা। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল সব উইকেট হারিয়ে ২৯৭। প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজের (০) উইকেট তুলে নিয়েছিলেন ইংলিশ পেসার জেমস এ্যান্ডারসন। তবে এরপর দ্বিতীয় উইকেটে সামি আসলামের সঙ্গে আজহার গড়ে তোলেন ১৮১ রানের বড় জুটি। এ জুটির কল্যাণেই বেশ ভাল অবস্থানে চলে যায় পাকিরা। আসলাম ১৭৬ বলে ৯ চার ও ১ ছয়ে ৮২ রান করার পর দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হলে জুটি ভাঙ্গে। তবে আজহার ক্যারিয়ারের দশম শতক হাঁকান। তৃতীয় উইকেটে তিনি ইউনুস খানের সঙ্গে। এরপর আজহার ২৯৩ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৩৯ রান করে সাজঘরে ফেরেন। সেটি ছিল দ্বিতীয় দিনের শেষ বল। ইউনুস ২১ রানে ব্যাট করছেন। ৩ উইকেটে ২৫৭ রান তুলে প্রথম ইনিংসে এখনও ৪০ রানে পিছিয়ে পাকিরা।
×