ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শীর্ষ নিউজ ও আমার দেশসহ ৩৫ নিউজ পোর্টাল বন্ধ

প্রকাশিত: ০৮:২৪, ৫ আগস্ট ২০১৬

 শীর্ষ নিউজ ও আমার দেশসহ ৩৫ নিউজ পোর্টাল বন্ধ

বিডিনিউজ ॥ অনলাইন সংবাদ পোর্টাল শীর্ষ নিউজ ও আমার দেশ বন্ধ করে দিয়েছে বিটিআরসি। এছাড়া ৩৩টি ওয়েবসাইট বাংলাদেশ থেকে বন্ধ করা হয়েছে, যার বেশিরভাগই অনলাইন নিউজ পোর্টাল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে। আইআইজি কর্মকর্তারা বলেন, বিটিআরসির ‘নির্দেশনা পেয়ে’ তারা ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেন। বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘সরকারের নির্দেশে শীর্ষ নিউজ বিডি ডটকম বন্ধ করা হয়েছে।’ তবে কী কারণে এই ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক বলেন, ‘আমাদের সাইট দেখা যাচ্ছে না। শুনতে পেয়েছি, বিটিআরসি আমাদের সাইট বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন বন্ধ করা হয়েছে, তা আমাদের জানানো হয়নি।’ ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলো আমার দেশ অনলাইন বন্ধ নিশ্চিত করলেও বিটিআরসি চেয়ারম্যান এ বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে শীর্ষ নিউজের পাশাপাশি আমার দেশের ওয়েবসাইটও বৃহস্পতিবার রাতে খুলছিল না। ধর্মীয় উস্কানি দেয়ার অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে থাকা মুদ্রিত সংবাদপত্র আমার দেশের প্রকাশনার অনুমোদন কয়েক বছর আগে বাতিল করা হয়। এরপর এটি শুধু ইন্টারনেট সংবাদপত্র হিসেবে চলছিল।
×