ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণপিটুনিতে কনস্টেবলের মৃত্যু

দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই বরখাস্ত

প্রকাশিত: ০৮:১৪, ৫ আগস্ট ২০১৬

দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ আগস্ট ॥ সোনারগাঁয়ে পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে ব্যবসায়ী আব্দুল মতিনের মৃত্যু; পরে স্থানীয় লোকজনের ইটপাটকেল নিক্ষেপ ও গণপিটুনিতে পুলিশ কনস্টেবল আরিফুজ্জামান আরিফের মৃত্যুর ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে দায়িত্ব পালন ও অবহেলার অভিযোগে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুুপার (অপরাধ) মোঃ মতিয়ার রহমান। মতিয়ার রহমান জানান, পোশাক পরে দায়িত্ব পালনের কথা থাকলেও এএসআই ফখরুল ইসলাম সাদা পোশাকে সেখানে গিয়েছেন। সাদা পোশাকে দায়িত্ব পালনের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া এলাকায় সাদা পোশাকে সোনারগাঁ থানার এএসআই ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুজ্জামান আরিফ মোটরসাইকেলযোগে মাদক বিরোধী অভিযানে যায়। এ সময় পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে আব্দুল মতিন নামের এক পান ব্যবসায়ী মারা যায়। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার ইটপাটকেল নিক্ষেপে ও গণপিটুনিতে পুলিশের কনস্টেবল আরিফুজ্জামান আরিফের মৃত্যু হয়।
×