ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হয়রানি করতেই রিজভীর বিরুদ্ধে পরোয়ানা ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:০৭, ৫ আগস্ট ২০১৬

হয়রানি করতেই রিজভীর বিরুদ্ধে পরোয়ানা ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক হয়রানি করতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি রিজভীকে নিরাপদে আদালতে আত্মসমর্পণের সুযোগ দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, আমরা আইন মেনে চলি। প্রতিদিন আমরা আদালতে যাচ্ছি। আমাদের নেত্রী খালেদা জিয়া নিয়মিত আদালতে যান। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করে ফখরুল বলেন, অগণতান্ত্রিক ও জনবিরোধী কার্যকলাপ দিয়ে তারা বিরোধী দলকে ধ্বংস করতে চাচ্ছে। বিরোধী দলকে নিষ্ক্রিয় করতে সরকার মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা অসংখ্য, মনে হয় এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের শীর্ষ নেতাদের কারও বিরুদ্ধেই ২৫টার নিচে মামলা আছে বলে মনে হয় না। এভাবে মামলা দিয়ে তারা প্রধান বিরোধী দলকে একেবারেই অকার্যকর করে রাখতে চায়। রাজনৈতিক দেউলিয়াত্বের কারণেই আওয়ামী লীগ মামলাকে অস্ত্র হিসেবে নিয়েছে। ফখরুল বলেন, রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি সাংবাদিকদের কাছে অত্যন্ত পরিচিত মানুষ। তিনি আমাদের দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। তাই তাকে অন্তরীণ করার কৌশল নিয়েছে সরকার। ভিন্ন মোড়কে একদলীয় শাসন বাস্তবায়ন করাই এ সরকারের মূল লক্ষ্য। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এই মুহূর্তে রিজভী গ্রেফতার এড়িয়ে চলছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
×