ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গলেও বোলারদের দাপট

প্রকাশিত: ০৭:০৯, ৫ আগস্ট ২০১৬

গলেও বোলারদের  দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে রাজত্ব করছে বোলাররা। বৃহস্পতিবার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এ্যাঞ্জেলা ম্যাথুস। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং তোপে ২৮১ রানেই থেমে যায় লঙ্কানদের প্রথম ইনিংস। পাল্লেকেল্লের মতো গলেও শ্রীলঙ্কার ব্যাটিং-ভরসা কুশাল মেন্ডিস। তার ৮৬ রানের সৌজন্যেই আড়াই শ’র কোটা পেরুতে সক্ষম হয় স্বাগতিকরা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক ম্যাথুস। এছাড়া ৪৯ রান করেন কুশাল পেরেরা। শ্রীলঙ্কাকে অল্পতেই আটকাতে বড় ভূমিকা রাখেন অসি বোলার মিচেল স্টার্ক। ১৬.১ ওভার বল করে মাত্র ৪৪ রানেই প্রতিপক্ষের মূল্যবান ৫ উইকেট তুলে নেন তিনি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধে করতে পারেনি অস্ট্রেলিয়াও। প্রথমদিন শেষে ৫৪ রান সংগ্রহ করতেই যে ২ উইকেট হারিয়ে ফেলে স্টিভেন স্মিথের দল।
×