ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ পর্ব শুরু আজ

প্রকাশিত: ০৭:০৮, ৫ আগস্ট ২০১৬

ময়মনসিংহ পর্ব শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবল আসরের চট্টগ্রাম অধ্যায় শেষ হয়েছে বুধবার। একদিন বিরতি দিয়ে শুক্রবার থেকে পরবর্তী (চতুর্থ থেকে পঞ্চম) রাউন্ডের খেলা শুরু হচ্ছে ময়নসিংহে। আজ বিকেল ৪টায় রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উদ্বোধনী দিনের খেলায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড বনাম চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এবার পেশাদার ফুটবল লীগটা মাঠে গড়িয়েছে একটু ভিন্ন ধাঁচে। লীগের ১৩২ ম্যাচ হবে দেশের চার ভেন্যুতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) করা সূচী অনুযায়ী চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তবে পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে জানানো হয়েছিল ভেন্যু বাড়তেও পারে (গোপালগঞ্জ)। লীগের তিন রাউন্ডের খেলা (১৮ ম্যাচ, গোল হয়েছে ৪৪) শেষ হয়েছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। তিন রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী। ঢাকা আবাহনীরও সমান ৭ পয়েন্ট। তারা চট্টগ্রাম আবাহনীর চেয়েও গোল তফাতে পিছিয়ে। তাই তারা আছে তিন নম্বরে। মজার ব্যাপারÑ এই তিন দলই তিন ম্যাচ খেলে পেয়েছে ২টি করে জয়। আর একটি করে ড্র করেছে তিন দলই। ৫ পয়েন্ট নিয়ে শেখ জামাল রয়েছে চতুর্থ অবস্থানে। আজ জিতলে শীর্ষে চলে যাবে শেখ জামাল। তবে ম্যাচের ফেবারিট চট্টগ্রাম আবাহনীই। কেননা ড্র করলেই ৮ পয়েন্ট নিয়ে তারাই চলে যাবে এক নম্বরে। ময়মনসিংহে এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলা চলবে ১৭ আগস্ট পর্যন্ত। মাঝখানে এক দিন খেলার বিরতি, ১৫ আগস্ট রাষ্ট্রীয় শোক দিবসের কারণে।
×