ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আবারও স্বর্ণে চোখ সেরেনার

প্রকাশিত: ০৭:০৮, ৫ আগস্ট ২০১৬

আবারও স্বর্ণে চোখ সেরেনার

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডন অলিম্পিকে মহিলা এককের প্রথম স্বর্ণ জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। এবারও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তার। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তির দৃষ্টিও সেদিকে। আরেকটি স্বর্ণপদক জয়ের সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া সেরেনা। এ প্রসঙ্গে টেনিসের কৃষ্ণকলি বলেন, ‘আমরা সকলেই গ্র্যান্ডসøাম জয়ের স্বপ্ন দেখি কিন্তু অলিম্পিকটা একেবারেই ভিন্ন। অলিম্পিকে আরও একবার শিরোপা জয়ের সুযোগ আমার সামনে। প্রকৃতপক্ষেই এটা অসাধারণ এক বিষয়। ইতোমধ্যেই অলিম্পিকের স্বর্ণ জিততে পারায় তার যে চাপ তা অনেকটাই কমে গেছে।’ ২০০০ সালে সিডনি অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। দ্বৈতে, বড় বোন ভেনাস উইলয়ামসের সঙ্গে জুটি বেঁধে। এরপর আরও অসংখ্য শিরোপা নিজের শোকেসে তুলেছেন তিনি। কিন্তু অলিম্পিকের মতো বড় ইভেন্টে প্রথম শিরোপা জয়ের সেই স্মৃতিটা তার এখনও তরতাজা। এ প্রসঙ্গে সেরেনা উইলিয়ামস বলেন, ‘অলিম্পিকে প্রথম যে শিরোপাটা জিতেছিলাম তা আমার কাছে বিশেষ কিছু, আমি অনেক ট্রফির চেয়েও এটাকে এগিয়ে রাখি।’ ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিকে যখন প্রথম স্বর্ণপদক জয়ের স্বাদ পান সেরেনা তখন তার বয়স ১৮। বর্তমানে চৌত্রিশকেও ছাড়িয়ে গেছেন তিনি। এই সময়ের মধ্যেই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গত মাসে উইম্বলডনের শিরোপা জিতে জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের ২২ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ডকেও স্পর্শ করেছেন তিনি। কিন্তু বয়সের ফ্রেমে নিজেকে বেঁধে রাখতে চাইছেন না সেরেনা। রিও অলিম্পিক শুরুর আগেও তার অবসর প্রসঙ্গে প্রশ্ন উঠলে তা উড়িয়ে দিয়েছেন তিনি। সেরেনা উইলিয়ামস সাফ জানিয়ে দিলেন, ‘আমি প্রতিদিন যা করি তা খুব ভালবেসেই এবং কোর্টে থাকতে খুবই উপভোগ করি। সত্যিই আমি কোর্টের প্রতিযোগিতাটাকে খুব উপভোগ করি। তাই আমি মনে করি না যে এখনই আমার টেনিসকে বিদায় বলার সময় এসেছে।’ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় আগে অলিম্পিকের প্রথম স্বর্ণ জেতা সেরেনার লক্ষ্য এবার ষষ্ঠ স্বর্ণপদক। আমেরিকান কিংবদন্তির জন্য অবশ্য তা অসম্ভব কিছু নয়। বরং আগের টুর্নামেন্টগুলোর চেয়ে এবার শিরোপার দৌড়ে সেরেনা উইলিয়ামসই অনেক এগিয়ে। কারণ এবার তার চিরপ্রতিদ্বন্দ্বী মারিয়া শারাপোভা নেই। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল এখন নির্বাসনে। শুধু কী তাই? জিকা ভাইরাসের কারণে এবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের পাঁচ খেলোয়াড়ই তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাই সদ্যই উইম্বলডনের শিরোপা জেতা সেরেনাই তো হট ফেবারিট!
×