ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিবির সিদ্ধান্তে প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৩৬, ৫ আগস্ট ২০১৬

বিসিবির সিদ্ধান্তে  প্রতিবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতিই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের প্রবেশে কিছুটা বাধ্যবাধকতা দিয়েছে। মূলত নিরাপত্তার কারণেই এ কড়াকড়ি। সে কারণে ক্রিকেটারদের অনুশীলনের সময় একাডেমি ভবন ও স্টেডিয়ামের মূল ভেন্যুতে সাংবাদিকরা প্রবেশ করতে পারেন না। এমনকি বাইরের একটি কক্ষে সাংবাদিকদের অবস্থান করতে হয়। তবে সেখানে যেতে হলেও নিরাপত্তা তল্লাশি ও পরিচয়পত্র প্রদর্শনের ঝক্কি পেরোতে হয় সাংবাদিকদের। তবে বিসিবি এখন সেটাতেও কড়াকড়ি আনার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিসিবি মিডিয়া বিভাগের মৌখিক আমন্ত্রণ ছাড়া আর কোন ক্রীড়া সাংবাদিক প্রবেশাধিকার পাবেন না। এমন ঘোষণার পর দেশের দুই ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বিএসজেএ তীব্র প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার এ দুই সংগঠনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে দাবি করা হয়েছে এ ধরনের পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী যা অবাধ তথ্য প্রবাহকে ক্ষতিগ্রস্ত করবে এবং সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার সুযোগ সব ক্রীড়া সাংবাদিকের অধিকার।
×