ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোস্টনের শতকে ড্র জ্যামাইকা টেস্ট

প্রকাশিত: ০৬:৩৫, ৫ আগস্ট ২০১৬

রোস্টনের শতকে ড্র জ্যামাইকা  টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টিতে প্রায় একদিন ভেসে গেছে। তবে এরপরও জ্যামাইকাতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে জয়ের দারুণ সুযোগ ছিল সফরকারী ভারতের জন্য। ফলোঅনে পড়া স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিল ৩০৪ রানে। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা মাত্র ৪৮ রানেই ৪ উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের শঙ্কায় পড়েছিল। কিন্তু রক্ষাকবচ হয়ে আসলেন মূলত অফস্পিনার হিসেবে পরিচিত রোস্টন চেস। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলে পুরো পঞ্চম দিনটাই পার করে দেন তিনি। সঙ্গে ছিল উইকেটরক্ষক শেন ডাওরিচ ও অধিনায়ক পেসার জ্যাসন হোল্ডারের জোড়া অর্ধশতক। সে কারণেই জ্যামাইকাতে ড্রয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য, চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী ভারতীয় দল। ম্যাচের তৃতীয় দিন থেকেই জ্যামাইকা টেস্টে প্রকৃতির বৈরিতা শুরু হয়ে গিয়েছিল। মাত্র ১৫.৫ ওভার খেলা হয়। তবে জয় তুলে নেয়ার মতো যথেষ্ট আত্মবিশ্বাস পেয়ে যায় ভারত। কারণ ৪৮ রান তুলতেই ফ্রন্টলাইন চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। কিন্তু পঞ্চম দিনে আর বৃষ্টি বাগড়া দেয়নি। ভারতের জয়ে বাগড়া দিয়েছেন রোস্টন। পঞ্চম উইকেটে তিনি জারমেনইন ব্ল্যাকউডের সঙ্গে প্রতিরোধ গড়েন। ৯৩ রানের জুটিটা ভেঙ্গে দেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৫৪ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন ব্ল্যাকউড। তবে ডাওরিচ দারুণ সঙ্গ দিতে থাকেন রোস্টনকে। গড়ে তোলেন ১৪৪ রানের জুটি। ক্যারিয়ারের প্রথম শতক পেয়ে যান দারুণ ধৈর্য নিয়ে খেলা রোস্টন। প্রথমশ্রেণীর ম্যাচেও তিনি যা করতে পারেননি। অপ্রতিরোধ্য এই জুটি ভেঙ্গে আবারও ভারতের জয়ের আশা জাগিয়ে তোলেন অমিত মিশ্র। ডাওরিচ ১১৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৭৪ রান করে ফিরে যান। তবে থামানো যায়নি রোস্টনকে। তাকে শেষ পর্যন্ত সঙ্গ দেন অধিনায়ক হোল্ডার। এই অবিচ্ছিন্ন জুটিতে আসে আরও ১০৩ রান। শেষ পর্যন্ত ড্র মেনে নেয় ভারতীয় দল। রোস্টন ২৬৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৩৭ রানে অপরাজিত থাকেন। হোল্ডার ছিলেন ৬৪ রানে অপরাজেয়। ৬ উইকেটে ৩৮৮ রান তোলে ক্যারিবীয়রা।
×