ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে দল ভারি হতে পারে রাশিয়ার

প্রকাশিত: ০৬:৩৫, ৫ আগস্ট ২০১৬

শেষ মুহূর্তে দল ভারি হতে পারে রাশিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ এর আগে কখনও এমনটা ঘটতে দেখা যায়নি। অলিম্পিকের ইতিহাসে কখনও পুরো একটি দেশকে ডোপিংয়ে জড়ানোর জন্য নিষিদ্ধ করা হয়নি। সেই শঙ্কার মধ্যে পড়েছিল রাশিয়া। কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন ক্রীড়ার সঙ্গে সংশ্লিষ্ট ১১৭ রাশিয়ান ক্রীড়াবিদ নিষিদ্ধ হন রিও ডি জেনিরো অলিম্পিক থেকে। আবার নিষেধাজ্ঞার বিপরীতে এত বেশি আপীলও হয়নি এর আগে কখনও। সবমিলিয়ে হয়েছে ১৮ আপীল। আর সে কারণেই ক্রীড়া-সালিশ নিষ্পত্তি আদালতেরও সবকিছু পর্যালোচনা করতে বেশ সময় লাগছে। তবে আজই শুরু হচ্ছে মর্যাদার অলিম্পিক। তাই শুরুর আগের রাতেই রাশিয়ার জন্য সুখবর দিতে পারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। অলিম্পিকের উদ্বোধনীর ঠিক আগে ৩ সদস্যের অলিম্পিক প্যানেল সবকিছু পর্যালোচনা করে রাশিয়ার অনুমোদিত চূড়ান্ত দল ঘোষণা করবে। সেখানে বেশকিছু ক্রীড়াবিদকে অনুমোদন দেয়া হতে পারে রিও অলিম্পিকে অংশগ্রহণের। কানাডিয়ান আইনজীবী রিচার্ড ম্যাকলারেনের প্রতিবেদনে উঠে আসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কতটা ব্যাপক হারে রাশিয়ান ক্রীড়াবিদদের মধ্যে নিষিদ্ধ ড্রাগ ব্যবহার ছড়িয়ে পড়েছিল। এরপর থেকেই রাশিয়াকে রিও অলিম্পিক থেকে পুরোপুরি নিষিদ্ধের জোর দাবি করে অনেক দেশই। কিন্তু আইওসি সেটা করেনি। কারণ এ্যাথলেটিক্সের আন্তর্জাতিক ফেডারেশন (আইএএএফ) ডোপ পাপের জন্য রাশিয়ার সব ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে এবং তারা আগেই রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ হন। সে বিষয়টি নিয়ে বিশ্বব্যাপিই আলোচনা-পর্যালোচনার ঝড় উঠেছিল। এ কারণে আইওসি দায়িত্ব তুলে দেয় প্রতিটি ক্রীড়ার সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনগুলোকে স্ব-স্ব ফেডারেশনের অধীনে থাকা ক্রীড়াবিদদের বিষয়ে রিও অলিম্পিক অংশগ্রহণের ক্ষেত্রে অনুমোদন দেয়ার। সেই প্রক্রিয়ায় ১১৭ রাশিয়ান ক্রীড়াবিদ নিষিদ্ধ হন। অথচ আগেই ৩৮৭ সদস্যের অলিম্পিক দল ঘোষণা করেছিল রাশিয়া। বিভিন্ন ফেডারেশনগুলোর মধ্যে টেনিসে ৮, আরচারিতে ৩, সাইক্লিংয়ে ১৮, সাঁতারে ৩৬ (মূল ৩৬৬ জন- সাঁতার ৩৬, ওয়াটার পোলো ১৩, সিনক্রোনাইজিং ৯ ও ডাইভিংয়ে ৮), জিমন্যাস্টিকসে ২১, বক্সিংয়ে ১১, সেইলিংয়ে ৭, টেবিল টেনিসে ৩, রোয়িংয়ে ২৮, ভলিবলে ৩০ এবং ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টসে ৫ জন রাশিয়ান ক্রীড়াবিদকে পুরোপুরি পরিশুদ্ধ ঘোষণা করা হয়। ভারোত্তলন ফেডারেশন রাশিয়ার পুরো দলকেই নিষিদ্ধ করে। বাকি ফেডারেশনগুলো এখন পর্যন্ত পদক্ষেপই নেয়নি। আর যারা নিষেধাজ্ঞার খড়গে পড়ে অংশ নিতে পারছেন না তারা করেছেন মামলা। সেই মামলার রায়ও হয়নি এখন পর্যন্ত। এদিকে আজ থেকেই পর্দা উঠছে অলিম্পিকের। বিষয়টি নিয়ে বেশ উৎকণ্ঠায় আছে আইওসি। কারণ অলিম্পিক মহাযজ্ঞ সফলভাবে এবার সমাপ্ত করার ক্ষেত্রে আছে অনেক চ্যালেঞ্জ। সে সবের সঙ্গে রাশিয়াকে নিয়ে সৃষ্ট এ অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার রাতেই বেশ কয়েকজন রাশিয়ান ক্রীড়াবিদকে অলিম্পিকে অংশ নেয়ার ছাড়পত্র দিতে পারে আইওসি। বিভিন্ন ইভেন্টের জন্য ১২ লাখ টিকেট বিক্রির জন্য রাখা হয়েছে। কিন্তু রাশিয়ার এই পরিস্থিতি নিয়ে ইভেন্টগুলো তারকাশূন্য হওয়ার আশঙ্কা। এ কারণে টিকেট বিক্রি হয়নি প্রত্যাশিত হারে। এমনকি বুধবার স্বাগতিক ব্রাজিল মহিলা ফুটবল দলের চীন মহিলা দলের খেলায় ছিল অনেক আসন ফাঁকা। সবকিছু বিবেচনা করে এখন তিন সদস্যের একটি অলিম্পিক প্যানেল গঠন করা হয়েছে যারা রাশিয়ার চূড়ান্ত একটি দলের নাম দেবে যারা রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার রাতেই ঘোষণার সময় নতুন করে অনেকে অনুমোদন পেয়ে যেতে পারেন।
×