ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুধবার শুরু হয়েছে অলিম্পিকের নারী ফুটবল, জয় পেয়েছে জার্মানি, ফ্রান্স, কানাডাও

ব্রাজিল-যুক্তরাষ্ট্রের শুভ সূচনা

প্রকাশিত: ০৬:৩৪, ৫ আগস্ট ২০১৬

ব্রাজিল-যুক্তরাষ্ট্রের শুভ সূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়াজগতের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক। এবারের আয়োজক ব্রাজিল। অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের দুই দিন আগেই শুরু হয়ে যায় গেমসের ফুটবল আসর। প্রথম দিনেই মাঠে নামে নারী ফুটবলাররা। সহজ জয়েই যাত্রা শুরু করেছে স্বাগতিক ব্রাজিল, ফেবারিট ফ্রান্স, জার্মানি এবং বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র। তবে হার দিয়ে যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। রিওর অলিম্পিক স্টেডিয়ামে আয়োজক ব্রাজিল মুখোমুখি হয় চীনের। তবে শুরু থেকেই দুর্দান্ত খেলে স্বাগতিকরা। এদিন তারা ৩-০ গোলে হারায় চীনকে। মনিকা, আন্দ্রেসা আলভেস এবং ক্রিস্টিয়ানে প্রতিপক্ষের জালে গোল তিনটি করেন। স্বপ্নের অলিম্পিকে জয় দিয়ে শুরু করতে পেরে দারুণ সন্তুষ্ট ব্রাজিলের প্রমীলারা। এ প্রসঙ্গে দেশটির অভিজ্ঞ ফুটবলার মার্তা বলেন, ‘চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ৩ গোল করাটা দারুণ বিষয়। আমি মনে করি তাদের বিপক্ষে পরিপূর্ণ ফুটবলটাই খেলেছি আমরা।’ ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ ব্রাজিল। কিন্তু এখন পর্যন্ত স্বর্ণপদক জেতা হয়নি তাদের। যে কারণে ব্রাজিলের নারীদের প্রথম অলিম্পিক ফুটবল সোনা জয়ের মিশন এটি। ঘরের মাঠে এবার স্বর্ণ খরা ঘুচাতে মরিয়া তারা। পাঁচবারের ফিফা বিশ্ব বর্ষসেরা ফুটবলার মার্তাও দারুণ উজ্জীবিত। ৩০ বছরের মার্তা নিজের চতুর্থ অলিম্পিক আসরে খেলছেন। এর আগে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে ব্রাজিলের হয়ে রৌপ্য জিতেছেন তিনি। পারবেন কী এবার সেলেসাওদের শিরোপা উপহার দিতে? অপেক্ষা এখন সেটাই দেখার। তবে প্রথম স্বর্ণ পদক জয়ের ক্ষেত্রে ব্রাজিলের মেয়েদের সামনে বড় প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। কেননা তারাই যে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন। এবার তাদের সামনে ষষ্ঠ অলিম্পিকে পঞ্চম সোনা জয়ের মিশন। সেই লক্ষ্যেই বেলো হরিজন্তেতে মার্কিন মেয়েরা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়। তবে জয় পেতে খুব বেগ পেতে হয়নি তাদের। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা এদিন ২-০ গোলে হারায় নিউজিল্যান্ডকে। যুক্তরাষ্ট্রের বর্ষসেরা ফুটবলার কার্লি লয়েড প্রথম গোলটি করেন। গত বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের জার্সিতে দ্বিতীয় গোল করে দলকে অনায় জয় উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এ্যালেক্স মরগান। এই জয়ের ফলে যুক্তরাষ্ট্র নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ফেবারিট ফ্রান্সের বিপক্ষে। ফুটবলের উদ্বোধনী দিনে ফ্রান্স ৪-০ গোলে রীতিমতো উড়িয়েই দেয় কলম্বিয়াকে। ফ্রান্সের হয়ে গোল করেছেন আরিয়াস, লে সোমার, এবিলি ও মাঝরি। ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মতো বড় জয়ে অলিম্পিকের যাত্রা শুরু করেছে জার্মানিও। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এদিন ৬-১ গোলে ধসিয়ে দেয় প্রথমবারের মতো বড় কোন আসরে খেলতে আসা জিম্বাবুইয়েকে। দুটি অলিম্পিক রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গেমস শুরু করেছে কানাডা। জ্যানিন বেকি এদিন ম্যাচ শুরুর ১৯ সেকেন্ডেই গোল করেছেন। অলিম্পিক নারী ফুটবল ইতিহাসে এটাই দ্রুততম গোলের রেকর্ড। ১৯ মিনিটে কানাডার সেলিনা জাদোরস্কি লাল কার্ড দেখেছেন। টুর্নামেন্টের ইতিহাসে এটিই দ্রুততম লাল কার্ড। এদিকে কর্ষ্টাজিত জয়ে অলিম্পিকের মিশন শুরু করেছে সুইডেন। এদিন তারা ১-০ ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র গোলটি করেন ফি সুইডিশ তারকা নিলা ফিশচার। ব্যবধানটা যেমনই হোক না কেন অলিম্পিকের মতো বড় আসরে জিততে পেরেই আনন্দিত সুইডেন। এ প্রসঙ্গে দেশটির কোচ পিয়া সুন্ধাগি বলেন, ‘এত দর্শকদের সামনে জয়ের অনুভূতিটা প্রকৃতপক্ষেই অসাধারণ। ১-০ গোলে জয়টা আমাদের কাছে অনেক। আরও সামনের দিকেই যেতে চাই আমরা।’ তবে রিও অলিম্পিকের নারীদের ফুটবল ম্যাচগুলোতে দর্শকের সংখ্যা খুবই কম। যা খুবই হতাশার। তবে কয়েকটি স্টেডিয়ামে আবার দর্শকের সংখ্যা ছিল উল্লেখ করার মতোই।
×